নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
সম্প্রতি লেখা কিছু টু লাইনার...
❑
তোমার প্রেমের হিসেবে মাবুদ আমি নিতান্ত গরীব
দাসের কোটায় এই নাদানেরে করো একান্ত করীব।
❑
যে কথা সহজে ভুলে যেতে চাই; বারবার মনে পড়ে তা
আর যা মুখর জপি সারাবেলা তাই ভুলে পেয়েছি ব্যথা।
❑
ঘোমটা খুলে যেই— চোখের অভিধানে লিখেছো অনুরাগ
বুকের প্রতিবেশে নিমেষে মুছে গেলো অচেনা যতো দাগ।
❑
সেলাই শেষে জামার শরীর হতে ঝেড়ে ফেলা
সুতোই আমি— কতোটা আর করবে অবহেলা!
❑
আকাশ-মাটি ওই বহু দূর ভাবনাতে এক হয়েছে
সাক্ষাতে সব শিশুই বুদ্ধির পাকনামিতে ঠকেছে।
❑
ভ্যাট অথবা কর যত যা— দূর থেকে সব জনতার
দেওয়া ছাড়া; আর বাকিটার মালিকানা ক্ষমতার।
❑
জীবন যেমন হওয়ার কথা তেমনই হয়।
আমাদের শুধু হওয়াটাকে উপভোগ করতে হয়।
❑
আমির ভেতর আমি নেমে আমির খোঁজে হয়রান
ওদিক থেকে আমির ভারে-- কেউ হয়েছে শয়তান...
২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫৫
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ। চেষ্টা থাকবে নিয়মিত থাকার। আপনি কেমন আছেন?
২| ২২ শে জুলাই, ২০২৩ সকাল ৯:২৫
দারাশিকো বলেছেন: ভ্যাট বা করের টু-লাইনারটা ভালো লাগছে।
দুয়েকটায় কি টাইপো আছে?
২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫৭
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ। টাইপো তো আমি দেখছি না।
৩| ২২ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৩২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রথমটা অনবদ্য !!
২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫৮
সুপান্থ সুরাহী বলেছেন: শুকরিয়া। ভালো থাকুন নিরন্তর।
৪| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫০
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৪৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: খুব ভালো লেগেছে শের। চতুর্থ আর শেষটি বেশি ভালো লেগেছে। দুটি বানান একটু পরীক্ষা করে দেখবেন দয়া করে। ১. ঘোমটা খোলে-খুলে ? ২. ঝেঁড়ে-ঝেড়ে ?
করীব শব্দের অর্থ জানা নেই। একটু সাহায্য করলে বাধিত হবো।
ভালো থাকবেন।
২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৩
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান। আপনাকে দেখে রুবাইয়াত লিখা শুরু করেছিলাম। আগামী বছর আমার রুবাইয়াত সংকলন 'রুবাইয়াত-ই-মাশরিক' আমার হাতের লেখায় প্রকাশিত হবে ইন শা আল্লাহ। দুয়া করবেন।
করীব শব্দটি আরবি قريب অর্থ নিকটবর্তী। বানানগুলো ঠিক করে দিচ্ছি।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০২৩ রাত ১১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর ব্লগে এলেন ভাই। কবিতা ভালো লাগলো। আশা করি নিয়মিত থাকবেন ব্লগে।