নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

ইশকে নবী জিন্দাবাদ [তেইশ মিলিয়ন ভিউ]

২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:১৮




লিরিক লিখছি বারো সাল থেকে। নিয়মিত হয়েছি ষোলো সালে। ইসলামী সঙ্গীত ব্যান্ড কলরবের সঙ্গে চুক্তির মাধ্যমে আমার নিয়মিত লিরিকের যাত্রা। ইতোমধ্যেই অনেকগুলো লিরিক শ্রোতাদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। তো, যেই সামু থেকে শেখ রানা ভাইকে দেখে দেখে লিরিক লেখা শুরু। সেখানেই নিজের লিরিকের গল্প শেয়ার করি।

এই না'ত এর নাম 'ইশকে নবী জিন্দাবাদ' এই পর্যন্ত ইউটিউবে তেইশ মিলিয়ন ভিউ ক্রস করেছে। এর টিউন করেছিল আহমদ আব্দুল্লাহ। ভোকাল দিয়েছে কলরবের সিনিয়র টিম। অনেক ধন্যবাদ সামুকে। সামুর ব্লগারদের প্রতিও কৃতজ্ঞতা। যে প্লাটফর্ম আমাকে লেখালেখিতে সিরিয়াস করেছিল।

আপনারা শুনুন। মন্তব্য ও মতামত জানালে প্রীত হবো।

ইশকে নবী জিন্দাবাদ

আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ
তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মাদ
ঝিঁঝির দলেও দরুদ সুরে
নামলো খুশি রাত দুপুরে
সেই খুশিতে জাগলো ধরা
চললো ক্ষমার পরম্পরা
মনের আকাশ আনল মনে দূর মদীনার চাঁদ।

রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ
মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন
আকুল সুরে শিল্পি কবি
গাইলে প্রেমে না'তে নবী
মন হয়ে যায় পাগলপারা
নামায় দু'চোখ অশ্রুধারা
দিল পরিবেশ দরুদ সুরে চায় দিদারের স্বাদ!

ভোরের বাতাস বইলে বলি সালাম নিয়ে যাও
ফিরতি পাখির কাছে বলি রওজা-সুবাস দাও
আমার বোকা আবদারে তাই
আকাশ থেকে সান্ত্বনা পাই
মায়ার নবীর হাত হতে কাল
আবে হায়াত পাবে কপাল!
হৃদয়ে কোরাস উঠে ইশকে নবী জিন্দাবাদ!

ইশকে নবী জিন্দাবাদ


#সাইফসিরাজেরলিরিক

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: দোয়া করি আরো এগিয়ে যান।

২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৭

সুপান্থ সুরাহী বলেছেন: শুকরিয়া। জাঝাকাল্লাহ।

২| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: অভিনন্দন।

২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৭

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।

৩| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অসাধারণ! আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

কলরবের 'কলরব' গানটি আমার খুব প্রিয়।

আবু রায়হানের 'সফর' গানটিও অসংখ্যবার শুনেছি।

২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ। দুয়া করি। দুয়া চাই।

৪| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪১

কাছের-মানুষ বলেছেন: অভিনন্দন রইল।

২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ। কল্যাণের দুয়া।

৫| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন।

২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৯

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।

৬| ২৩ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই ভালো লেগেছে। ফেইসবুকে সম্ভবত অন্য দু-একটা গান আগেও শেয়ার করেছিলেন।

অভিনন্দন রইল সাইফ সিরাজ ভাই।

২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৪৬

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান। এই পর্যন্ত সত্তর প্লাস লিরিক গাওয়া হয়েছে। এর মধ্যে বিশের অধিক মিলিয়ন ভিউ পাওয়া। ফেসবুকে মাঝেমধ্যেই শেয়ার করি। ইদানিং গবেষণার কাজে লিরিক লেখা বন্ধ। অনেক সময় অনলাইনে দিতে হচ্ছে। সেই সুযোগে সামহোয়্যারে আসা।
দুয়া করি। দুয়া চাই।

৭| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১০:১৮

রিদওয়ান খান বলেছেন: আপনার নাম শুনেছি অনেক।ব্লগে আছি অনেক দিন যাবৎ কিন্তু আপনিই যে সেই সাইফ সিরাজ আজকে চোখে পড়লো। আজ আপনার ব্লগে মন্তব্য করতে পেরে ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৬

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.