নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল নীল দীপাবলী

আমি খুবই সাধারণ একজন মানুষ। চিন্তা করি অসাধারণ। ভাল লাগে রাতের আকাশের তারা গুণতে ,জোছনার রাত্রিতে চাঁদ দেখতে।

লাল নীল দীপাবলী › বিস্তারিত পোস্টঃ

মানুষকে বাঁশ দেবার আনন্দ আমরা বুঝি,তাই তো আমাদের গ্রাহকদের বাঁশ দিয়ে আনন্দ পেয়ে যাচ্ছি প্রতিদিন

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২২

সকাল বিকাল ৩ বেলা জিপির ফাউল এসএমএস এর মানে কি? কখন বিজয় দিবসের থিম ডাউনলোড করুম হেইডা কি হেগোরে কওন লাগব? ইন্টারনেটের প্যকেজ ব্যবহার করম্মু তাগোরে কইয়া?

ডিজুস বন্ধু নিমু হেগোর কতায়??? সব কিছুতেই আবার শর্ত ও চার্জ প্রোজজ্য। এই রকম ফাউল অসংখ্য এসএমএস প্রতিদিন ডিলেট মারতে মারতে আইজ আমি আসলেই টায়ার্ড। চার্জ তো আর কমাইবেন না জানি ,দিনের পর দিন তো বাড়াইয়াই যাইব অন্তত এই ফাউল এসএমএস দেয়া বন্ধ করেন।

মন্তব্য ৫০ টি রেটিং +১৮/-১

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৯

রানা বলেছেন: জিপি এর এস.এম.এস পড়া বন্ধ করে দিয়েছি অনেক আগে। তবে সার্ভিস মেসেজ গুলো একে বারে খুলে যায়, একটি গালি দিয়ে মুছে ফেলি।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৫

লাল নীল দীপাবলী বলেছেন: খুবই বিরক্তিকর মেসেজ গুলো...

২| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩২

সামিউর বলেছেন: জিপি বাদ দেন পারলে। তবে অন্যরাও সেইম ঝামেলা করে। কম আর বেশি । পার্থক্য এটুকুই। ++++++

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৬

লাল নীল দীপাবলী বলেছেন: ঠিক বলেছেন ভাই

৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩২

কাব্য বলেছেন:
হা হা হা ...........

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৬

লাল নীল দীপাবলী বলেছেন: ;(

৪| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৩

সবার প্রিয় বলেছেন: মানুষকে বাঁশ দেবার আনন্দ আমরা বুঝি,তাই তো আমাদের গ্রাহকদের বাঁশ দিয়ে আনন্দ পেয়ে যাচ্ছি প্রতিদিন

যদিও আমি এই বাঁশ দেওয়ার কাজে কিছুটা হলেও লিপ্ত আছি, তারপরেও আপ্নার কথ অতি সত্য। তাই ++++

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

লাল নীল দীপাবলী বলেছেন: ভাই বাঁশ মারা একটু কমান বাই

৫| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৫

ৃৃৃৃৃৃৃআসিফ বলেছেন: ভাই ত্যাক্ত এবং বিরক্ত। এই এস.এম.এস সন্ত্রাস বন্ধ হওয়া দরকার। BTRC কবে যে একটা নীতিমালা (!) দিবে।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮

লাল নীল দীপাবলী বলেছেন: বিটিসিএল এর একটা নীতিমালা আসলেই খুবই দরকার

৬| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৬

সৌরদীপ্ত বলেছেন: বাংলালিঙ্ক মনে হয় কম পাঠায় ।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮

লাল নীল দীপাবলী বলেছেন: তাই নাকি?

৭| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: চরম বিরক্ত লাগে। আমি মাঝেমধ্যে গালি রিপ্লাই করার চেষ্টা করি, কিন্তু যায়না :(

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৯

লাল নীল দীপাবলী বলেছেন: গালি রিপ্লাইএর একটা অপশন থাকা খুবই দরকার। কেন যে তারা করতেছে না!! ভাল বলছেন

৮| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৭

তুষার লাল শাহা বলেছেন: হুম /..+

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩০

লাল নীল দীপাবলী বলেছেন: হুম

৯| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৯

যন্ত্রনা বলেছেন:
+++++

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০

লাল নীল দীপাবলী বলেছেন: ;)

১০| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৯

চতুষ্কোণ বলেছেন: পিডাইতে ইচ্ছা করে শালাগরে।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০

লাল নীল দীপাবলী বলেছেন: পিডাইতে ইচ্ছা করে শালাগরে আসলেই...

১১| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৭

আশিক১১৪ বলেছেন: সব অপারেটরেই একই অবস্থা।
নিন ১০টাকায় ৫০০/১৫টাকায় ৬০০ এগুলো কি ?????
তবু এস.এম.এস চার্জ কমায় না।সাথে বিরক্তিকর ফাউল এস.এম.এস দিবে দিনে ১০বার!!!

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪১

লাল নীল দীপাবলী বলেছেন: জান্টা পানি পানি কইরা দিল এরা

১২| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৩

বুমবুম বলেছেন: ভাই এর মইধ্যে চিস্টেম আচে, ভুল কইরা লিংকে ক্লিক করলেন আর ওরা কইতে না কইতে এক ক্লিকেই ২-৪টাকা কাইটা নিবো ব্রাউজিং এর নাম কইরা : :#)

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪২

লাল নীল দীপাবলী বলেছেন: আমিও ভাই এম্নে ধরা খাইছি কি আর কমু!!

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৯

মৃত৬৬৬ বলেছেন: এই ফুনের ইন্টারনেটের কথা আর নতুন কইরা কি কমু?
আমি বিটমিটার ইউজ করি। দুইদিন আগে দেখছি ৯০ মেগাবাইট আছে। কালকে হঠাৎ দেখি নেট কানেকশন ভ্যানিশ। দেখি আমার প‌্যাকেজ শেষ। অথচ বিটমিটারে দেখি ডাউন আর আপলোড মিলিয়া এইসময়ে ডাটা পাস হইছে ৩৮ মেগাবাইট এর মতো।
অর্থাৎ বাকি ডাটা ভূতে খেয়ে ফেলছে অথবা আমাকে দেবার জন্য বাশ তৈরীতে লাগছে। :(

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

লাল নীল দীপাবলী বলেছেন: আমিও ভাই এম্নে ধরা খাইছি

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২০

নিঃসঙ্গ নির্ঝর বলেছেন: ধুর!! জিপির চাইতে আমারে বেশি জ্বালায় ওয়ারিদ! X( X( X( X(


অসহ্যকর! ওয়ারিদ জিপির ওস্তাদের চাইতেও বেশি। এইযে, এই পোষ্ট দেখতে দেখতেই একটা এসএমএস আসলো ওয়ারিদ থেকে। সন্ধ্যা সাড়ে ছয়টায় আসছে আরেকটা। এরকম প্রতিদিন চলতেই থাকে। অথচ, আমি নিজেও আগে ভাবতাম এগুলা ফালতু এসএমএস পাঠানোর দিক দিয়ে জিপি এগিয়ে। কিন্তু এখন দেখছি ওয়ারিদ জিপির দাদা!!


তবে যদি কেউ ডিজুস ব্যবহার করে, তাইলে গেছে! :-/ :-/

আমি এখন এই ঝামেলা থেকে মুক্ত। :D :D :D :-B

আমি ওয়ারিদের সাথে জিপিও ব্যবহার করি, তবে ডিজুস না। :) স্মাইলও না। ;) ;)

উল্লেখ্য, সিটিসেলের জ্বালানোটাও সেইরকম। শুধু এসএমএস না, ০১১৯৯১২১১২১ থেকে কলও করে দিনে ২+ বার! :-/ এসএমএসের কথা বাদই দিলাম। এসএমএসের সাথে কল ফ্রি :(( :(( :((


অনেক জ্বালায় আছি। :( :(

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭

লাল নীল দীপাবলী বলেছেন: কন কি বাই

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮

মুম রহমান বলেছেন: এর বিরুদ্ধে গ্রাহকদের সংগঠিত হয়া উচিত।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৮

লাল নীল দীপাবলী বলেছেন: সহমত

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩০

এস আই সাব্বির বলেছেন: একটা বুদ্ধি দেই। জিপির কাষ্টমার কেয়ারে গিয়া কইবেন কে জানি জিপির নামে খালি আজেবাজে মেসেজ পাঠায়, এইটা বন্ধ করনের উপায় জানতে চাইবেন।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

লাল নীল দীপাবলী বলেছেন: হিহিহিহি

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

আলোর অভিলাসী বলেছেন: হা হা হা ...... সাব্বির ভাই ঠিক বলেছেন । :)

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লাল নীল দীপাবলী বলেছেন: ;)

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

নাজমুল আহমেদ বলেছেন: এই সমস্যাটা সব দেশেই আছে

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লাল নীল দীপাবলী বলেছেন: তাই নাকি ?

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

অক্টোপাস বলেছেন: ওগুলারে...

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৩

লাল নীল দীপাবলী বলেছেন: জটিল জিনিস

২০| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০২

নাঈম বলেছেন: জিপি=ঘাউরা ফোন.......

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৩

লাল নীল দীপাবলী বলেছেন: এইটাই ওর আসল নাম

২১| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৭

রাজিব খান০০৭ বলেছেন: +++++

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৪

লাল নীল দীপাবলী বলেছেন: ধন্যবাদ

২২| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪০

মন মানে না বলেছেন: আমি তো প্রায়ই চমকে উঠি !
না জানি কোন মেয়ে এসএমএস দিলো :P :P :P

মেজাজ টা এমন খারাপ হয় ভাই কি আর বলব ।

লেকায় +

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৬

লাল নীল দীপাবলী বলেছেন: বুঝি ভাই আমারও একই কন্ডিশন

২৩| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫১

পৃথিবীর আমি বলেছেন: আমি ব্যবহার করি ডিজুস । জিপি তো জ্বালায়-ই,সাথে আবার ইদানিং মাঝে মধ্যেই কল আসে সিটিসেল কাষ্টমার কেয়ার থেকে ।
কোন এক কালে ডিজুস থেকে কল করছিলাম সিটিসেল কাষ্টমার কেয়ারে...সেই থেকে শুরু,আজও চলছে.......... :(

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৭

লাল নীল দীপাবলী বলেছেন: ভাইগ্য ভাল আমি কল দেই নাইক্কা। বাঁইচা গেচি

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৯

লালসালু বলেছেন: লাল নীল বাঁশ

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৮

লাল নীল দীপাবলী বলেছেন: আপ্নে আর আমি ২ জনেই লাল ;)

২৫| ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৪

পাথুরে বলেছেন: :)

২৬| ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৮:০০

লাল নীল দীপাবলী বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.