| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে বিভিন্ন সময় ঘটে যাওয়া বিভিন্ন দূর্ঘটনা যার স্বীকার বরাবরে গরীর-দঃখী মানুষেরা। যারা শুধু পেটের দায়ে বিভিন্ন ঝুকিপূর্ন কাজ করতে বাধ্য হয়। মালিকদের কাছে শ্রমিকদের জীবনের কোন মূল্যই নেই। তারা চাই কিভাবে গরীদের পেটে লাথি মেরে পাহাড় পরিমান টাকার মালিক হওয়া যায়। অনেক সময় এই টাকার পাহাড়ে চাপা পড়ে আনেক মানুষের প্রাণহানি ঘটে। কেউ আবার চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। সবচেয়ে বড় সত্যটা হল এসব নরপশুদের কখনো শাম্তি হতে দেখা যায়না। আর্থিক জোরে বা রাজনৈতিক জোরে তারা নিষ্পাপ হয়ে যায়।
সবাই বলি আহারে ..এত..জন.. লোক মারা গেছে!!। তখন সবাই মৃত্যের সংখ্যা গুনি। মৃত্যু তালিকা তৈরি করি। সরকার এসে তালিকা ভুক্ত লাশ গুলো ২০০০০ টাকা (মৃত্যু ভাতা) দিয়ে কিনে নিবে। সব কিছু দম বাড়লেও মানুষের দাম কিন্তু ঠিকই ২০০০০ টাকাতেই রয়ে গেছে। কিন্তু কেউ কি ভেবে দেখেছেন হতাহত তাদের পরিবারের আবস্থা? একমাত্র উপার্জনাক্ষম মানুষটির অনুপস্থিতিতে পরিবারের আবস্থা কি হবে? কিভাবে চলবে তাদের পরিবার?
আর যারা পঙ্গু হয়ে প্রানে না মরেও শারীরিক ভাবে মরে গেছে তাদের আবস্থা তো আরো খারাপ হয়। একদিকে তার চিকিৎসা খরচ অন্য দিকে পরিবার। কি হবে এদের আবস্থা? মিত্যু তালিকায় তাদের নাম না থাকায় মিত্যু ভাতাও পায়না। যখন পর্যন্ত "ইন দ্যা স্পট" খাকে ততক্ষন পর্যন্ত মানূষ তাদের প্রতি ভালবাসা, করুনা, সহানুবতি প্রকাশ করে। এর পর আমরা মনেকরি আমাদের দায়িত্ব শেষ। আর কেউ তাদের গ্লানীবাহ খবর নেয়না। মৃত্য কামনায় কাটে তাদের অভিশাপ্ত জীবন।
©somewhere in net ltd.