নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুরাইয়া হেলেন

ডা.সুরাইয়া হেলেন

আমি একজন ডাক্তার ও কবি ।পছন্দ করি লিখতে,পড়তে,আবৃত্তি করতে,গান শুনতে আর ব্লগিং ।

ডা.সুরাইয়া হেলেন › বিস্তারিত পোস্টঃ

অসহ্য কষ্ট!..

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩২

আগের দিনই তো ভালো ছিলো!গ্রামে সবাই ছেলে-মেয়ে,নাতি-পুতি,আত্মীয়-পরিজন,প্রতিবেশি নিয়ে সুখে দুখে দিন কাটাতো!অসুখ-বিসুখ বা যে কোন দুঃসময়ে সবাই থাকতো পাশে!ছেলে-মেয়ের বিয়ে-শাদীও হতো কাছে-পিঠে,বড় জোর পাশের গ্রামে!এরপর শুরু হলো ছেলে পড়তে গেলো শহরে!বাবা-মা পথের দিকে চেয়ে থাকতো কখন ছেলে ছুটি-ছাটায় আসবে বাড়িতে!শুরু হলো বিচ্ছেদের কষ্ট!তারপর এলো বাবা-ভাই-স্বামীর শহরে চাকুরী ।এরপর দেশ ছেড়ে বিদেশ-বিভুঁইয়ে পড়াশোনা –চাকরী আর জীবন-জীবিকার তাগিদে হাজারহাজার মাইল দূরে থাকা!ইচ্ছে করলেই আমরা যখন-তখন তাদেন কাছে পাইনা!এ কেমন জীবন আমাদের?ছেলে-মেয়ে প্রবাসে,বুড়ো বাবা-মা একা একা দিন কাটাচ্ছে!মাঝে মাঝে ফোনে কথা,স্কাইপে চলমান ছবির সাথে কথা বলি,ছুঁয়ে দেখি নিজ আত্মজাকে!কিন্তু কোথায় সেই পরশ?এ যে যান্ত্রিক স্পর্শ!চোখ বুজলেই দেখতে পাই,আমি মারা গেছি,আশপাশের কেউ অথবা দারোয়ান কেয়ার টেকার খবর দিচ্ছে দেশের আত্মীয়-বন্ধুদের,তারা এসে ফোন করছে প্রবাসী সন্তানদের!আমার লাশটি রাখা আছে বারডেমের হিমঘরে!সন্তানরা এসে মুখ দেখবে তারপর দাফন!মৃত্যূর সময় পাশে থাকবে না কেউ!মৃত্যুযন্ত্রনার চেয়ে কষ্ট আর কিছুই নেই!এ কেমন মৃত্যু?এসময় শিয়রে কারো হাতের স্পর্শ নেই,অশ্রু নেই!ভাবতে গেলে বারবার মৃত্যু হয় আমার!মরার আগেই বারবার বিচ্ছেদ আর বিদায়ের কষ্ট!এ কোন মৃত্যু?শিয়রে যাহার ওঠেনা কান্না,ঝরেনা অশ্রু?বুকের ভেতরটা মুচড়ে ওঠে!অসহ্য কষ্ট!..


মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: অতি বাস্তবতার সহজ প্রকাশ

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯

ডা.সুরাইয়া হেলেন বলেছেন: ধন্যবাদ..

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৫

আদম_ বলেছেন: নো ওয়ে টু রির্টাণ।

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৩

ডা.সুরাইয়া হেলেন বলেছেন: :(

৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২

এক দুর্বাসা বলেছেন: হৃদয়ের গভীর থেকে গভীরতর স্তর থেকে উঠে আসা অনুভূতির এক ধারা যেনো বয়ে গেলো পাশ দিয়ে , ছুঁয়ে গেলো আমাকে ,আমাদের কে, প্রাণে প্রচন্ড এক নাড়া দিয়ে গেলো ।খুব সুন্দর আর সহজ সরল লেখনী, শুভেচ্ছা রইলো।

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৪

ডা.সুরাইয়া হেলেন বলেছেন: অনেক ধন্যবাদ ।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫১

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লাগল
লিখায় অনেক অনেক
ভাল লাগা জানিয়ে গেলাম
+++++++++++++++

২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

ডা.সুরাইয়া হেলেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৯

তুষার কাব্য বলেছেন: খুব সুন্দর ...

২৪ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৬

ডা.সুরাইয়া হেলেন বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.