নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুহৃদ আকবর

Do Well, Be Well

সুহৃদ আকবর › বিস্তারিত পোস্টঃ

বিবর্ণ জীবনের রঙ

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

জীবন যাপন ক্রমশ যেন হলুদ হয়ে যাচ্ছে। কান পাতলেই শুনতে পাই শুকতো পাতার মর্মর। একদিন এ জীবন ছিল চকচকে মসৃন সবুজ। ধান খেতের আলের উপর হাঁসের গরম ডিমের মত। রাখালের বাঁশির মত সুর ছিল এ জীবনে। বাবুই পাখির মত উদ্যাম ছিল। ছিল পাখির বাসার মত কারুকার্যময়। আর ছিল পিপড়ার মত পরিশ্রমের মানসিকতা। পূর্ণিমা রাতের আকাশের মত ঝকঝকে-ফকফকে ছিল মনের আকাশ। সে আকাশের শরীর থেকে ঝরে পড়তো নবনী চাঁদের সাদা আলো। শিশিরভেজা দূর্বাঘাসের মত ছিল কোমল মন। ছিল গন্ডায় গন্ডায় বন্ধু। বান্ধবী বলতে ছিল শুধুই একজনা। বিকালে বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে হারিয়ে যেতাম কাশবনের ভেতর। সঙ্গী হতাম নদীর তীরে মাছ শিকারি এক পা তোলা সাদা বকটির। আর সঙ্গী হত পাখি। সঙ্গী হত ঘরে ফেরা গরুর পাল।

আজ সে জীবন বড় বিবর্ণ, বড় বিষন্ন। সেখানে তাল নেই, লয় নেই, সুর নেই, বৈচিত্র নেই, নেই পাখির গান, বাঁশির সুর। কেমন যেন খাপছাড়া একটা ভাব। রিক্ত হস্তে একা আমি এসে দাঁড়িয়েছি এই জীবনের দরজায়। পড়ে আছে শুধু হাসের ডিমের মত সাদা খোসা। বন্ধু বলতে আমার তেমন কেউ নেই। যাকে বন্ধু ভেবে হাত বাড়িয়ে বুকে জড়াই। সেই দুর্বলতা ভেবে, দুষ্ট গাভীর মত ল্যাঙ মারে। অবিশ্বাস করে। দূর দূর করে তাড়িয়ে দেয়, ভিখারির মত। আর আমার সেই বান্ধবিটি এখন বাচ্চার মা হয়েছে। বিশ্বস্ত-নরম-সরল বন্ধুর জন্য আমার বুক চৈত্রের ফাঁটা জমিনের মত খা খা করতে থাকে। কেননা বন্ধুই জানে বন্ধুর জীবনকে কিভাবে আলোকময়, কর্মময়, সুভাসময়, বৈচিত্রময়, বর্ণিল করে গড়ে তুলতে হয়। বান্ধবী তো সোনার হরিণ। এ জীবনে আর জুটলো না। মনের মত সঙ্গী ফেলে সাথী করে নেব। বিবর্ণ জীবনের রঙ মেখে পড়ে আছি আমি একা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.