![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চোখের জল আমারই থাক এ জলে আমি তোমাকে ভেজাব না
আমার দুঃখ আমারই থাক, এ দুঃখের ভাগিদার হতে তুমি এসো না
আমার এ দুঃখের ভেলায় আমি তোমাকে ভাসাব না
আমার দেখা স্বপ্নগুলো একান্ত আমারই থাক, এ স্বপ্নের ভূবণে আমি তোমাকে টেনে আনব না
আমার সাথে আমার ছায়া থাক, এ ছায়া মাড়াতে তুমি এসো না
তবে একটি কথা ঠিক তুমি জানো
আমি তোমাকে ভালবাসি এ কথাটি সত্যি বলে তুমি মানো
আমি তোমাকে ভালবাসি, শুনতে চাই আমি এ কথা তোমার মুখে
এ ভালবাসার দাবী নিয়েই তুমি আমার কাছে এসো
আমার সকল দুঃখ আমারই থাক, এ দুঃখের ভাগ তোমাকে দেব না
তোমাকে দেব, শুধুই হাসি, শুধুই আনন্দ, শুধুই গান, শুধুই সুখ
তো সময় পেলে একবার চলে এসো...
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: সুন্দর!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
পেন্সিল চোর বলেছেন: দারুন লিখেছেন ভাই। চালিয়ে জান।