![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসার জন্য আমাদের বিশেষ দিবসের প্রয়োজন হয় না।
এখানে কর্ণফুলীর স্বচ্ছ জলে, মেঘনার ঢলে, পদ্মার ঢেউয়ে-
আর ফেনী নদীর মেহনায় অবিরাম প্রবাহিত হয় ভালবাসার জলরাশি।
এখানে বাগানের ফোটা ফুলের সাথে পাল্লা দিয়ে হেসে ওঠে কিশোরী মেয়ের লাকফুল।
রাখালের বাঁশি আর বসন্তের কোকিলের গানে একাকার হয়ে মিশে আছে বাংলার সবুজ প্রকৃতি।
এখানে চৈত্রের ধানের শীষে ভেসে বেড়ায় ভাটিয়ালী গানের সুর।
বয়সের ভারে ন্যূজ আমার বৃদ্ধ দাদা প্রভুর ভালবাসায় সিক্ত হয়ে স্থির দাঁড়িয়ে থাকেন কোমল জায়নামাজে।
এখানে নকঁসী কাথার সেলাইয়ে সাথে লেগে থাকে গ্রামীণ বউয়ের কোমল
হাতের ছোঁয়া।
এখানে সাত রঙা রঙধনু ওঠে আকাশে, জোছনা ঝরা রাতে তারা ফোটে রাতের গভীরে।
রাত্রির অন্ধকার ভেদ করে জেগে থাকে প্রিয়তম চাঁদ,
চাঁদের শরীর থেকে গলে পড়ে ভালবাসার মিষ্টি স্বাদ;
ফুলে ফুলে ঢেকে যায় বকুল-শিউলি তলার সবুজ ঘাস।
দস্যু ছেলের দুরন্তপনা, মায়ের আদর, বোনের মায়াবী হাসি, ভাইয়ের শাসন, নির্মল ভালবাসারই জানান দিয়ে যাচ্ছে বারো মাস।
এখানে পদ্মার নোনা জলে বাস করে রূপোলি ইলিশ, হাঁটু পানিতে ঝিলিক দেয় পুটি মাছের সাদা পিঠ।
তাই এখানে-
ভালবাসার জন্য আমাদের বিশেষ দিবসের প্রয়োজন হয় না।
©somewhere in net ltd.