![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতিরঝিল আমার দিকে তাকিয়ে থাকে
আমি হাতিরঝিলে দিকে
দু’জন দু’জনাতে
চোখে চোখ রেখে চলে প্রেম
আমার প্রিয়তমা, হাতিরঝিল
ভালবাসার খনি
তোমার সাথে চলে
আমার ভালবাসার কথা কয়াকওয়ি
হাতিরঝিল আমার পুরো অস্তিত্ব জুড়েই এভাবেই
মিশে থাকে অহঃনিষ।
©somewhere in net ltd.