![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার অদৃশ্য ছোঁয়ায় রাত্রির অন্ধকারের ভেতর আমি জেগে জেগে উঠি আচমকা।
তোমার আগুনের স্পর্শ আমাকে ভস্ম করে ফেলে রাখে বিছানায় উপর।
আমি তখন বাদুড়ের মত স্বাদহীন, গন্ধহীন অনুভূতিতে মেদহীন শরীরে পড়ে থাকি রাত্রির গুহায়।
তোমার কারুকার্যময় নাক ফুলটি এখনো শোভামন্ডিত করে আছে আমার ছোট্ট ঘরটি।
আমি এখন অনিমেষ তাকিয়ে দেখি তোমার হাসি, চপলতা, অহ্লাদি, মাথা দোলানো।
আর ছ্যাকা খাওয়া প্রেমিকের মত আঁকি তোমার নগ্নমূর্তি।
তুমি আমার দেবী, লক্ষ্মী, অপ্সরী, কিন্নরী।
দিনের আলোয় মিলিয়ে যাও কোথায় তুমি বলো না।
তুমি কি দুধরাজ সাপ, রাত্রির ওলান থেকে দুধ খেতে ঘামটি মেরে বসে থাকো।
নাকি ডানা কাটা কোনো পরী, আমার আকাশে ওড়াও ঘুড়ি নিশিদিন।
তুমি কি অদৃশ্য মানবী হয়েই বেঁচে থাকবে আমার এ জীবনে।
কি ক্ষতি করেছিলাম আমি তোমার,
এই রাত্রির ভেতর জেগে জেগে ভাবতে হয় তোমার কথা।
তোমার দোহাই লাগে আমাকে তুমি আর পুড়িয়ো না।
তোমার ঈশ্বরের দিব্যি লাগে তুমি আর আমাকে ক্ষত বিক্ষত করো না।
তোমার সবুজ শস্যময় বাগানে এখন ওড়ে বেড়ায় বাহারি প্রজাপতি
আমি এসে দেখি মধুহীন হয়ে গেছে তোমার বাগানের সব ফুল।
আমি এখনও প্রজাপতি হয়ে ওড়ে বেড়াই তোমার বাগানে।
তুমি এখন বর্ণহীন পড়ে আছো গন্ধহীন ফুলের মত নেতিয়ে পড়া কুমড়োর গাছের মত।
লেখক: কবি ও সংবাদকর্মী
ই-মেইল:[email protected]
©somewhere in net ltd.