![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহ! কোথায় গেল সেইসব দিন।
মায়ের সাথে কাটানো সেই দুষ্টামি কিংবা কথা না শোনার দিনগুলো এখন কেবলই স্মৃৃতি।
চুলার পাশে বসে ভাপা পিঠা খাওয়া আর বকুনি শোনার মুহূর্তগুলো এখন সোনালি অতীত।
এখন তো মায়ের সাথে আমার দেখাই হয় না।
এখন আমি থাকি অনেক দূরে... ঢাকা শহর তার নাম।
এখানে মা নেই। মায়ের শাসন নেই। বকুনি নেই। আদর নেই। যত্ন নেই।
মা ছাড়া ইট-পাথুরে গড়া এ জীবনটা মাঝে মাঝে বড় অসহ্য লাগে।
বছরে দুই কিংবা তিনবার বাড়িতে গেলে তবেই না মায়ের সাথে আমার দেখা হয়।
তখন পান খাওয়া মুখে গল্পের ঝুড়ি নিয়ে আমার সাথে বসেন মা।
©somewhere in net ltd.