![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিকে আমার এত ভাল লাগে কেন? সেটা আজো অজানা এক রহস্য।
ঝুমঝুমিয়ে বৃষ্টির শব্দে আমার শরীর কেঁপে কেঁপে উঠে।
ব্যঙ ডাকে, কুকুর ডাকে, জ্বোনাক জ্বলে, শিয়াল ডাকে
-এখন অনেক রাত।
আমার ভাবনার কপাটগুলো এক এক করে খুলে যায়।
এক সময় বৃষ্টি থেমে যায়
কিন্তু ব্যঙ ডাকা, কুকুর ডাকা থামে না; থেমে যায় শিয়ালের ডাক।
আমার বুকের ভেতরকার মানুষটি মোচড় দিয়ে উঠে বারবার
কি যেন হয়েছে তার কি যেন চায় সে
এভাবে বৃষ্টি আমার কাছে এক অজানা আবেদন সৃষ্টি করে
এই জন্যই বুঝি বৃষ্টিকে আমার এত ভাল লাগে।
২| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১
কলমের কালি শেষ বলেছেন: বৃষ্টির অনুভবের কবিতায় ভাল লাগলো ।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
অপূর্ণ রায়হান বলেছেন: বৃষ্টির আনমনা করে দেওয়ার একটা স্নিগ্ধ ক্ষমতা আছে