![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন, আমি কচি, আমি ঝড়ে নিঃসংশয়ে টলি। বেশি কিছু জানতে ফেসবুকে [email protected] এ ঘুরে আসুন।
দু বছর আগে হঠাৎ করেই ব্লগে আমার অনুপ্রবেশ ঘটে।
ব্লগ কি, কেন, কিভাবে?
এইসব কিছুই জানতাম না।
তখন আবার গনজাগরণ মঞ্চের, বড় ভাইদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ঠুস করে সিদ্ধান্ত নিলাম (যদিও সিদ্ধান্ত গ্রহনের পর ঠুস আওয়াজ টা হয় নাই) আমিও আন্দোলন করবো।
কিন্তু কেমনে কি? ঢাকা যাওয়া তখন আমার পক্ষে সম্ভব ছিলো না, তাই আমরা কয়েকজন বন্ধু মিলে কুমিল্লাতেই শুরু করলাম,
শাহবাগ চত্ত্বরের পরে দ্বিতীয় বৃহত্তম আন্দোলনে পরিণত হলো,
কুমিল্লার পূবালী চত্ত্বর।
কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, কেবল একটা পাগলামীর বশেই ভাবলাম, ব্লগার ভাইয়েরাই আন্দোলন করতেছে, আমারও ব্লগার হতে হবে।
যেই ভাবা সেই কাজ, খুলে ফেললাম আইডি, দিলাম ৪ - ৫ টা পোস্ট , ভাবলাম হয়ে গেছি ব্লগার.।।।।
তারপর আর কুনো খবর নাই....
আবার এখন আইছি....
দোয়া রাইখেন, নিয়মিত লেখার ইচ্ছা আছে.....
২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২১
মাস্টার দ্য গ্রেট বলেছেন: আশির্বাদ করবেন ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৭:০৩
জাফরুল মবীন বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো।