![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন, আমি কচি, আমি ঝড়ে নিঃসংশয়ে টলি। বেশি কিছু জানতে ফেসবুকে [email protected] এ ঘুরে আসুন।
এইবারের ইলেকশনের সময় যখন হরতাল চলছিল,
তখন আমি চাঁদপুর যাচ্ছিলাম....
কোন মতে বাসস্টপ নেমে, রিক্সা নিয়ে
জোড়পুকুরপাড় পৌছাতেই ঘটলো বিপত্তি, আমি হুড
উঠিয়ে রিক্সায় যাওয়ায় পিকেটাররা রিক্সা থামালো,
হুড টা নামাতেই দেখি পোলাপাইন দৌড়াদৌড়ি শুরু করে দিল,
দেখলাম আমার মেসতুতো ছোট ভাই আর তার
বন্ধুরা সব.....
এরপর বিকালে সবগুলারে আচ্ছামত ধোলাইখালে
নিয়া ধুইলাম.....
এখন কথা হচ্ছে, যারা আজ পেট্রোল বোমা
মেরে মানুষ ঝলসে দিচ্ছে, এমনও তো হতে
পারে যে রিক্সা বা বাসে আগুন দিচ্ছে সেই
যানবাহনে তাদের মা বা বোন বা বাপ-ভাই বা আপনজন
থাকতে পারে.....
তারাও তো এভাবেই ঝলসে যেতে পারে, ভর্তি
হতে যাবে বার্ন ইউনিটে, সিট পাবে না,
পড়ে থেকে থেকে খুলে খুলে পড়বে
চামড়া.....
ভেবে দেখুন তো, আজ ৫০০ বা ১০০০ টাকার
জন্য যা করছো, তার পরিনাম কি হতে পারে????
জানি যারা এসব কাজ করছে তারা আমার এ পোস্ট টা দেখবে না, কিন্তু যারা আদেশ দিচ্ছে তাদের চোখে হয়তো এই পোস্টটা পড়বে....
©somewhere in net ltd.