![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন, আমি কচি, আমি ঝড়ে নিঃসংশয়ে টলি। বেশি কিছু জানতে ফেসবুকে [email protected] এ ঘুরে আসুন।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,
১৯৭৫ সালে আমরা তাকে হারাই, যে কিনা ১৯৭১ এ আমাদের নেতৃত্ব দিয়েছিলেন।
তাঁকে হারানোর পেছনে আমি মনে করি তার ক্ষমতার লোভটাই দায়ী।
বৃটিশ রাজ পরিবার কিভাবে চলে জানেন?
ঐদেশের সকল রাজনৈতিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট নেয়। কিন্তু
সকল কিছু বাস্তবায়নে রাণীর সিলমোহরের প্রয়োজন হয় ।
যদিও রানীর জন্য কোন ইলেকশন, সিলেকশন , ডিটেকশন নাই।
তারপরেও তিনি সর্বেসর্বা।
ঠিক এরকমভাবেই বঙ্গবন্ধুর উচিত ছিল বঙ্গবন্ধুই থাকা, কেন যে প্রধানমন্ত্রী
শেখ মুজিবর রহমান হতে গিয়েছিলেন। আর আমাদের পুরো জাতিকে পিতৃহীন করে দিলেন । আর পিতার ছত্রছায়ায় না থাকলে যে সন্তানেরা বখাটে হয়,
তা কারই অজানা নয়...
আমরা হারিয়ে সর্বাহারা, জাতি আপনার শূন্যতা অনুভব করে ।
২| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৭
মাস্টার দ্য গ্রেট বলেছেন:
ধন্যবাদ
৩| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৩
দ্যা আহমেদ মামুন বলেছেন: ১৫ আগষ্ট বাঙ্গালী তার জাতীর পিতাকে হত্যা করেছে।
কত বড় হারামী এই জাতি।
৪| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২২
মাস্টার দ্য গ্রেট বলেছেন: ভুলে গেলে চলবে না বজ্জাতও একটা জাত
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫
হামিদ আহসান বলেছেন: পড়লাম .....