![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ মানুষ আমি, অপরাধ দেখলে প্রতিবাদ কঅঅরি। এই আর কি
বাংলাদেশে নিউটন তৈরী হয়না।
কারণ, এখানে গোল্ডেন A+ ছাড়া
কেউ
আপনাকে ছাত্র বলেই গন্য করবেনা।
-
এদেশে বিলগেইটস তৈরী হয়না।
কেননা, বিশ্ববিদ্যালয় গুলো এক লাখ
ছাত্রকে পরীক্ষার সুযোগ দিয়ে এক
হাজার রেখে বাকিদের লাথি
দিয়ে
বেড় করে দেয়।
-
এখানে আইনষ্টাইন তৈরী হয়না।
কারণ,
শিক্ষার হার বাড়াতে
ছেলেমেয়েদের
মিথ্যা A+ এর স্বপ্ন দেখানো হয়।
-
এদেশে মাইকেল ফেল্পস্ তৈরী
হয়না।
কারণ, বাবা মা রা তাদের ব্যর্থ
স্বপ্নগুলো
তাদের বাচ্চাদের উপর চাপিয়ে
দেন।
-
এখানে নীল আর্মষ্টং তৈরী হয়না।
কারণ, আমরা পড়াশোনা করি বড়লোক
হবার
নেশায়।
-
এখানে চর্লস ব্যাবেজ তৈরী হয়না।
কারণ, এদেশে ভর্তি পরীক্ষার ন্যায্য
ফলাফলের
জন্য আমাদের রাস্তায় নামতে হয়।
-
এদেশে স্টিফেন হকিংস তৈরী
হয়না।
কারণ, পিএসসি পরীক্ষার প্রশ্নও
এদেশে ফাঁস হয়।
-
এদেশে আব্রাহাম লিংকন তৈরী
হয়না।
কারণ, সমাজ ব্যর্থদের আর দ্বিতীয়
সুযোগ দেয়না............
ঘুড়ে দাঁড়াতে সাহায্য করুন মানুষ যখন
বিপদে পড়ে সাহায্য তখন দরকার হয়।
নীতি বাক্য সবাই শুনাতে পারে।।।।।
ঝড় আসবে গাছটাকে আগলে রাখুন
দেখবেন এরা আপনাকে একদিন
ছায়া দিবে।।।।।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩১
আহা রুবন বলেছেন: প্রতিভা সবসময়ই প্রচলিতকে বাতিল করতে চায়। আমরা ব্যতিক্রম বা ভিন্নচিন্তা মানতে প্রস্তুত নই। শুরুতেই তার গলা টিপে ধরি... চুপ...
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
সিয়াম আল মাহমুদ বলেছেন: মুল কথা হচ্ছে আমাদের চিন্তাভাবনা পরিবতন করতে হবে। তাছাড়া সচেতনতা বাড়াতে হবে। চিন্তাভাবনা আর সচেতনতা আর চিন্তাভাবনা আন্যকেউ এনে দিবে না। বরং নিজে থেকে তৈরী করতে হবে। ( কে শুনে কার কথা)
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার মুল কথাটা বাদ রাখলেন কেন?
"এইদেশ আমার না, ... আই হেইট পলিটিক্স .."
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৬
সিয়াম আল মাহমুদ বলেছেন: জী ভাই। বলার অনেক কিছু আছে
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৫
রক্তিম দিগন্ত বলেছেন: পুরো সিস্টেমকেই বদলাতে হবে। না বদলালে তো একটা সময় হা-হুতাশ করা ছাড়া মানুষ পাওয়া যাবে না।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৭
সিয়াম আল মাহমুদ বলেছেন: কিছু করার আর বলার জন্য তো কেউ সামনে আসে না।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১
ধ্রুবক আলো বলেছেন: আমারও একই ভাষ্য, আপনার সাথে সহমত,,, আমাদের দেশে এসব নিয়ম কানুন কবে বদলাবে?!!