![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ মানুষ আমি, অপরাধ দেখলে প্রতিবাদ কঅঅরি। এই আর কি
আমরা ........
রেস্টুরেন্টে খেয়ে ৫০ টাকা বকশিস দেই, আবার ৫ টাকার জন্য রিক্সাওয়ালারে পেটাই !!
অচেনা মেয়েটাকে মাল মনে হয় ! আবার ঘরের বউকে নিয়ে বের হলেও বখাটেদের ভয়ে নার্ভাস ফীল হয় !!
সিটিং সার্ভিস বাসে ধাক্কা মেরে উঠি আবার বসার পর গেইট লক বলে ড্রাইভারকে ই মারি !
বাবার পকেট মেরে বোতল পার্টি পাঁচশ টাকা চাঁদা! আর ছাত্র ভাড়া ৫ টাকা চাইলেই হেল্পারের দাত ফাঁকা !
রংপুর কুড়ি গ্রাম শীত বস্ত্র পাঠায় অথচ ঘরের ফ্লোরে শোওয়া কাজের ছেলেটা বিবস্ত্র ঘুমায় !
লোক দেখানো না অসহায়ের মুখে হাসি ফোটানো সত্যিকারের মহত্ব।
ধরেন আপনার বাড়ির গেইটে রাখা এক কলস ঠান্ডা পানি তাতে লেখা টাকা লাগবেনা। কোন এক ক্লান্ত পথচারী লেখাটা দেখে থমকে গেল, আপনার রাখা কলসি থেকে এক গ্লাস পানি খেয়ে তাকিয়ে থাকল আপনার গেইটের দিকে! দৃশ্যটা হয়তো আপনি দেখবেন না তবে উপর থেকে অদৃশ্য কেউ একজন পরম আনন্দে বসে বসে সে দৃশ্য দেখছে।
ধরেন না বাড়ির পুরানো জামা কাপড় বই খাতা কিংবা খেলনা পাতি কেজি দরে বিক্রি করে কয় টাকাই আর পাবেন, থাকেনা এমন কিছু মানুষ আসে পাশে যাদের এসব নতুন কেনার সামর্থ নেই! একবার ভাবেন তো নেহায়েত মডেল পুরান হয়ে গেছে বলে যে জামাটা আপনি ফেলে দিচ্ছিলেন সে জামাটা যদি কারো হাতে তুলে দেন.....?
মা দেখো জামাডা কিন্তু নতুনই কোন ছেড়া ফেরা নাই, আফায় আমারে দিছে। মানুষটা কত ভাল তাইনা মা?
দশ যেল কুরআন শরীফ কিনে কোন মাদ্রাসায় দিলেন। ভাবতে পারেন দশ টা শিশু রোজ ফযরে আপনার দেয়া কুরআন হাতে নিয়ে পড়বে আলিফ লাম মীম.... সেই দশ জন থেকে দুই জন হাফেজ হবে। তাদের অন্তরে গেঁথে থাকবে কুরআনের আয়াত, সেই কুরআন যা আপনি দান করেছিলেন।
স্বল্প জীবনে অনেক কিছু করার আছে যা আপনাকে অনন্ত কাল ব্যাক আপ দিয়ে যাবে। রোজ হাশর ময়দানে অনেক গুলি লোকের একটা লাইন হবে সেখান থেকে কেউ একজন বলবে উনার বাড়ির পানি খেয়ে আমার তৃষনা মিটেছে, কেউ একজন বলবে উনার দেয়া এতিম খানায় আমি মানুষ হয়েছি, কেউ একজন বলবে ওনার দেয়া রক্তে আমার জীবন বেঁচেছে। কি ভাই বলবে না?
Copy .
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৩
হাবিব বলেছেন: নামিদামি হোটেল গিয়ে খেয়ে, পরে ভাব দেখানোর জন্য ৫-৫০ টাকা বখশিশ দেয়।আর রিক্সা ওয়ালা ৫ টাকা বেশি চাইলে, দেয় এক ধমক।ভিক্ষুক ১ টাকা চাইলে বলে নাই।
অতচয় যাদের আছে তাদের কে দেয়, আর যাদের নাই তারা ত নাই ই।এটা হল আমাদের সমাজের কাজ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩
ছদ্দবেশি লৌকিক বলেছেন: লেখার প্রথম ৫. ৬। লাইন কিছুটা কবিতার মতো ,, খুব সুন্দর,, পুরো লেখাটা শিক্ষ নিয়ো বটে