নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

জলদ-চোখে আমায় বাঁচিয়ে রাখে

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৬



মেঘ তোর অহংকারের ঝলকানিতে
আমার দৃষ্টি ঝলসায় হায়
তোর ছায়া টের পেয়ে
হৃদয় আমার থমকে যায়!


তোর ঐ ঝামুর-ঝুমুর জল- ধ্বনিতে
ঝংকৃত হয় যে, হৃদ- নূপুর
মোহময় তোকে দেখতে গিয়েই
কাটিয়ে দেই সব শ্রাবণ-দুপুর!



মেঘ তোর অহংকারি জল- মুক্ত
পদ্ম-পাতার কাছে ঋণী থাকে
আর অভিমান-জল বাষ্প হয়ে
জলদ-চোখে আমায় বাঁচিয়ে রাখে!

মন্তব্য ৫০ টি রেটিং +২১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:

পদ্ম-পাতার কাছে ঋণী থাকে
আর অভিমান-জল বাষ্প হয়ে
জলদ-চোখে আমায় বাঁচিয়ে রাখে!


কবিতা সুন্দর হয়েছে +++
শুভ কামনা কবি ।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৮

নীলপরি বলেছেন: প্রথম মন্তব্যেই কবিতা সুন্দর হয়েছে জেনে ভালো লাগলো । আর প্লাসগুলোয় উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা নিলাম আর আপনাকেও শুভকামনা ।

২| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৫

মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন। ছবিটাও চমৎকার ।
ভালো লাগলো!

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


শ্রাবনের গভীর নিশিথে হালকা বৃস্টি চারিপাশকে মোহনীয় করে তোলে, মন উৎফুল্ল হয়; পদ্য সুন্দর হয়েছে।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৫

নীলপরি বলেছেন: আপনার কবিতা সুন্দর লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৫

নীলপরি বলেছেন: বরাবরের মতোই অনেক উৎসাহ দিল আপনার মন্তব্য ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: মেঘে মেঘে বৃষ্টিজলে সুন্দর কাব্য কথা ।

আচ্ছা পরিরা কী নীল রঙের হয় !!!

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৫

নীলপরি বলেছেন: পরিরা নীল রঙের হয় না , তবে কোনো কোনো পরি নীল রঙ পছন্দ করে । :)

পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: Nice

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৩

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪১

কল্লোল পথিক বলেছেন:



সাধু! সাধু!

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮

নীলপরি বলেছেন: পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +++

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩

নীলপরি বলেছেন: আপনার কবিতা সুন্দর লেগেছে জেনে তো ভালো লাগলো ।


কিন্তু আপনার ব্লগে গিয়ে দেখলাম আপনার পোষ্ট সরিয়ে নিয়েছেন । এনিয়ে সহব্লগার নাঈম জাহাঙ্গীর নয়ন - এর ব্লগে মন্তব্য রেখেছি , পারলে ওনার ব্লগে সেটা দেখবেন । তবে এখানেও আপনাকে ব্লগিং করার জন্য আবারো অনুরোধ করলাম ।

পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

তোর ঐ ঝামুর-ঝুমুর জল- ধ্বনিতে
ঝংকৃত হয় যে, হৃদ- নূপুর
মোহময় তোকে দেখতে গিয়েই
কাটিয়ে দেই সব শ্রাবণ-দুপুর!
অনেক গভীরতম ভালোবাসা বৃষ্টির প্রতি!!
দ্বিতীয় তৃতীয় স্টেপ অসাধারণ হয়েছে। ভালো লাগলো বৃষ্টির প্রতি আপনার দুর্বলতা প্রকাশ।
কবিতাটি নিকে বসেই লিখেছেন মনে হচ্ছে।

ভালোবাসার মানুষের অহংকার অবজ্ঞা বুঝার পরও তার জন্য প্রতীক্ষিত হৃদয় সবসময়। খুব সুন্দর প্রকাশ করেছেন।

শুভকামনা আপু।

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৬

নীলপরি বলেছেন: কবিতাটা তাৎক্ষণিকভাবেই লিখেছি । :)

এর আগেও আমি মেঘ নিয়ে বেশ কয়েকটা কবিতা লিখেছি । কখনো সময় পেলে দেখবেন ।

আপনার বিশ্লেষণ খুব ভালো লাগলো । অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা নিলাম আর আপনাকেও শুভকামনা ।

১০| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:০৮

মিঃ পাতলু বলেছেন: খুব সুন্দর লিখেছেন পরী আপু, ভালো লাগলো বৃষ্টি প্রেম

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:১০

মিঃ মটু বলেছেন: ভালা লাগলো বইন কবিতাটি। লাইক রইল

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:১৩

ড.ঝঁটকা বলেছেন: ভালো লিখেছে আপু

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:১৮

শূন্যনীড় বলেছেন: ভালো লিখেছেন আপু, ভালো লাগলো +++++

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০২

নীলপরি বলেছেন: শুনে আনন্দ পেলাম । অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:২৭

তোমার জন্য মিনতি বলেছেন: অনেক সুন্দর কবিতা লিখেছেন ++++

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৪

নীলপরি বলেছেন: আর পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:৪৯

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগা রইল

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:৫২

সিঙ্গাম স্যার বলেছেন: গুড গুড

১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৪

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর হয়েছে।

১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৮

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মেঘ বৃস্টি জলে ভাসবো বলে
বিদ্যুৎ চমকে থমকে গিয়ে
কাব্য রসে সিক্ত হয়ে
বলছে এ মন- বাহ!

:)

+++++

১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

নীলপরি বলেছেন: এতো সুন্দর কাব্যিক মন্তব্য পেয়ে আবেগে আপ্লুত হলাম । নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: মেঘেদেরও অহংকার থাকে যা ঝরে যায় কোন একবর্ষায়......
প্রকৃতির সাথে প্রেমের অপূর্ব মিলন!

১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম । খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার লিখেছেন আপি

ভাল লাগল কবিতা

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

নীলপরি বলেছেন: অনুপ্রেরণা পেলাম।
অনেক ধন্যবাদ দিদি।
শুভকামনা।

২১| ১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++

সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হলো আপনার উপস্থাপন।

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: প্রীত হলাম। উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২২| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিমান-জল বাষ্প হয়ে
জলদ-চোখে আমায় বাঁচিয়ে রাখে!
দারুন লিখেছেন পরী।

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

নীলপরি বলেছেন: শুনে অনুপ্রাণিত হলাম । খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৩| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ২:১৬

ডঃ এম এ আলী বলেছেন:

কবিতায় অসাধারণ অনুভুতির প্রকাশ

মেঘ তোর অহংকারি জল- মুক্ত
পদ্ম-পাতার কাছে ঋণী থাকে
আর অভিমান-জল বাষ্প হয়ে
জলদ-চোখে আমায় বাঁচিয়ে রাখে!


পাঠে মুগ্ধ ।

শুভেচ্ছা রইল ।

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম।
নিরন্তর উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

সযত্নে শুভেচ্ছা নিলাম আর আপনাকেও শুভেচ্ছা ।

২৪| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: আমার এক বন্ধু মাধ্যমে জানতে পারলাম, আপনি, ব্লগার নাঈম জাহাঙ্গীর নয়ন আমার ব্লগ থেকে চলে যাওয়া ব্যপারে তার পোষ্টে মন্তব্য করেছেন এবং তা দেখলাম !!!
আমি একজন কপিবাজের বিরুদ্ধে কথা বলেছিলাম, সে ছিল একজন মেয়ে ব্লগার। ঐ মেয়ে ব্লগার ও আরেক ব্লগারের পোষ্টে তার মন্তব্য ঘরে ছবি আদান প্রদান করছিল । একারণে, আমি শুধুমাত্র সে মেয়ে ব্লগারকে মেনশন করে , এর কারণ জানতে চেয়েছিলাম। তার কিছুকক্ষণ পরে, আরেক জন ব্লগার, ঐ মেয়ে ব্লগারের পক্ষ নিয়ে, আমাকে গালি দিয়েছে এবং আমার চরিত্র নিয়ে খারাপ অপবাদ দিয়েছে, ।।আমি নাকি ব্লগে মেয়েদের সাথে অশ্লীল আড্ডা দেই ।। এখন আপনি বলুন,এ ব্লগে আমি কিভাবে লিখি ?একারণে আমি নীরবে ব্লগ থেকে বিদায় নিয়েছি। হয়তো, আর ব্লগে ফেরা হবে না, আপনাদের সাথে অনেক দিন চলেছি । অনেক সময় অনেক কথা হয়েছে । সাবাই ভালো থাকবেন। সবার জন্য শুভ কামনা রইলো ।

ধন্যবাদ দিদি ।।

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নীলপরি বলেছেন: এবিষয়ে আপনার ব্লগে মন্তব্য করে আসলাম , এইমাত্র ।

শুভকামনা ।

২৫| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: শ্রাবনের জলদ মেঘ এবং তার অঝোরে ঝরে যাওয়া চিত্তে যে নৃত্যের ঝংকার তোলে, তার অপূর্ব অভিব্যক্তি ঘটেছে এ কবিতায়।
তোর ঐ ঝামুর-ঝুমুর জল- ধ্বনিতে
ঝংকৃত হয় যে, হৃদ- নূপুর
মোহময় তোকে দেখতে গিয়েই
কাটিয়ে দেই সব শ্রাবণ-দুপুর!
- চমৎকার বলেছেন।
ছবিটা খুব সুন্দর।
কবিতায় ভাল লাগা + +

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৩

নীলপরি বলেছেন: পুরো পোষ্টটাই আপনি খুব যত্ন নিয়ে দেখেন । এটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে । নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.