নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

হতে চাই তোরই সঙ্গিনী

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪





ছবির শিল্পী - Eszra Tanner



মেঘ, একটু ধীরে চল
পিপাসার্ত চাতকের মতো প্রতীক্ষমণা
তোর ছায়া ধরবো হাতে
তুই একটুখানি গল্প শোনা
ঘুম ভাঙা এই প্রভাতে!


টলটলে দীঘি-জলে কেনো ফেললি
তোর নজরকাড়া নীলাম্বর ছবি
মোহনরূপে শিকার ভুললো বক
দুঃখের কবিতায় কেটেছে রাত
বুঝেছি, দিনটা আরো মারাত্মক!

তুই ছুঁয়েছিস ক'টা পাহাড়?
মেখেছিস বুঝি সমুদ্রের গন্ধ?
হয়েছিলি কী ঝরা-পলাশের ছাতা?
মায়াকাজল করেছে আমায় অন্ধ!


মেঘ, কেনো করিস অহঙ্কার?
প্রলয়-বাতাস এস্রাজে বাজাচ্ছে রাগিণী
এই পোড়াকপালেই নেমে আয়
তোর সুধারসে ভিজে আজ
হতে চাই তোরই সঙ্গিনী!


মন্তব্য ৬১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২২

কাওসার চৌধুরী বলেছেন:


যাক প্রথম মন্তব্য করার বিরল সুযোগ পেলাম।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭

নীলপরি বলেছেন: প্রথমে আপনার মন্তব্য পেয়ে আমিও খুশি হলাম । তবে কবিতা কেমন লেগেছে জানলে আরো ভালো লাগতো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


এখন বুঝলাম, কাল বৈশাখী আসছে

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্যটা আমায় অনেক উৎসাহ দিল ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। কবিতা বলে দিচ্ছে বৈশাখের ঝড়ো দিন চলছে।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

নীলপরি বলেছেন: ভীষণ ভালো লাগলো আপনার মন্তব্য ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪১

তারেক ফাহিম বলেছেন: বৈশাখের ঝড়ের তান্ডবে বাঁচিনা
:(

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৮

নীলপরি বলেছেন: তবে তান্ডবের পর তো শান্তি আসে । বলুন ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

সুমন কর বলেছেন: যে হারে মেঘ-বৃষ্টি হচ্ছে, তাতে এর সঙ্গিনী না হওয়াই ভালো..........

ভালো হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩২

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । মন , অবুঝ মন ! বুঝেই বোঝে না ! :(

অনুপ্রেরণা পেলাম । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪

কাওসার চৌধুরী বলেছেন:


কবিতার ভাব বুঝতে একটু কষ্ট হয়। এজন্য খুব সতর্ক হয়ে তিনবার পড়লাম। সত্যি বেশ ভাল হয়েছে। ক্যারি অন........ হ্যাব টু গো লং ওয়ে। বেস্ট অব লাক।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮

নীলপরি বলেছেন: আপনি আবারো এসে তিনবার পড়েছেন শুনে আমি আপ্লুত হলাম । উৎসাহ পেলাম ।
আবারো অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৯

নীলপরি বলেছেন: বুঝলাম নাহ ! আমার কবিতা কী খুব খারাপ লেগেছে ? :(

ঠিকাছে আবার চেষ্টা করবো । তবে পড়েছেন দেখে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫

জাহিদ অনিক বলেছেন:

মেঘের ডাকে খুঁজে পাওয়া এসরাজের সুরে টেনেছে যে মন; সে মন হতে চাইবেই গর্জে ওঠা মেঘের সংগী।

কবিতা সুন্দর হয়েছে খুব

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২

নীলপরি বলেছেন: আপনি কবিতা সুন্দর বলায় অনেক অনুপ্রেরণা পেলাম । ভালো লাগলো ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!! চমৎকার !!
অনেক ভালো লাগা কবিতায়।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৮

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:

ভাগ্য আর নিয়তির নিজস্ব একটা ভুমিকা আছে; যাকে কিনা অস্বীকার করা যায় না।
এর বাহিরে চিন্তা করলে তখনি নেমে আসে হতাশা। আর হতাশা হল অন্ধকার এক কুপ।
একে যদি ভরতে চান তা আরো ভরতে থাকে। আর যে এই কুপ ভরতে যায় সে অন্ধকারে তলিয়ে যায়।
কবিতা পড়ে আপনার ইচ্ছাগুলো ঠিক তেমনি মনে হল। :)
তারপরেও সময়ের মুঠো খুলে। আপনার প্রার্থনা কবুল হোক।।


কবিতা ভালো হয়েছে ++
শুভ কামনা রইল বন্ধু।।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য খুব ভালো লাগলো বন্ধু । শ্রদ্ধার সাথে আপনার শুভ কামনা গ্রহণ করলাম ।

অনেক ধন্যবাদ ও আপনাকেও শুভকামনা ।

১১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বৃষ্টি, জল আমারও খুব প্রিয়। নেমে আসুক। আমিও প্রতীক্ষায় আছি।
কবিতা বেশ হয়েছে। প্লাস।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫

নীলপরি বলেছেন: হুম নেমে আসুক । আজও আকাশে মেঘ দেখছি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা । :)

১২| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কবিতার কথামালায়,
প্রতিটি স্টেপ হৃদয় ছোঁয়া কাব্যরসে পূর্ণ।

শুভকামনা জানবেন সবসময়

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনেক উৎসাহ ও অনুপ্রেরণা পেলাম ।

শ্রদ্ধার সাথে আপনার শুভ কামনা গ্রহণ করলাম ।

অনেক ধন্যবাদ ও আপনাকেও শুভকামনা ।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণ সঙ্গীতে
রিমঝিম, রিমঝিম, রিমঝিম।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৮

নীলপরি বলেছেন: এই গানটা খুব ভালো লাগে ।শুনলেই মনে আসে , ছোটোবেলায় হাত-পা নেড়েছি গানটার সাথে । :)


অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে নীলপরি।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে জেনে আমি ভীষণ খুশি হলাম ও উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আমি কবিতা লিখতে পারি না। খুব চেষ্টা করি। কিন্তু পারি না।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২

নীলপরি বলেছেন: কে বলেছে পারেন না ? আমি আপনার কবিতা পড়েছি । আপনিও খুব ভালো লেখেন ।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




চাঁদগাজীর মতোই বলতে হচ্ছে , এখন বুঝতে পারছি গেল-কাল কেন কালবোশেখীর এতো তান্ডব ছিলো !!!!!

তানসেন নাকি মেঘমল্লার গেয়ে বৃষ্টি নামাতেন আর আপনি মেঘের সঙ্গিনী হওয়ার কবিতা লিখে একেবারে কালবোশেখী নামিয়ে ফেললেন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৯

নীলপরি বলেছেন: আপনার এই মন্তব্যটা আমার খুব দারুণ একটা কমপ্লিমেন্ট হিসাবে থাকবে চিরকাল স্যর ।
আর কেনো জানিনা আমার ছোটো থেকেই কালবোশেখী খুব ভালো লাগে । :)


অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই? কেন জানি আমি কবিতা বুঝি না। সবাই বুঝেছে দেখে মন খারাপ!!!

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৬

নীলপরি বলেছেন: আরে আমিও কবিতা তেমন বুঝি না ! মনে হাবিজাবি যা আসে লিখি । আর আপনি যে পড়েছেন এতেই আমি খুশি । আর যে অন্যের মনকে খুশি করতে পারে তাকে নিজের মন খারাপ করতে নেই । তাইমন খারাপকে ভ্যানিশ করুন । :)
আবারো মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২

খায়রুল আহসান বলেছেন: "দুঃখের কবিতায় কেটেছে রাত
বুঝেছি, দিনটা আরো মারাত্মক!" - চমৎকার একটা অভিব্যক্তি, ভাল লেগেছে।
পরীদের তো মেঘের সাথে সখ্যতা আজীবন!

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে বরাবরের মতোই অনুপ্রেরণা পেলাম । লাইনটা কোট করেছেন দেখে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৫

ইমরান আল হাদী বলেছেন: হাতের মুঠো খুলে দিন আপনার করতলে ঝরে পরবে অঝোর ধারা।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩

নীলপরি বলেছেন: হুম ।অবশ্যই ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২০| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩০

সাহসী সন্তান বলেছেন: ছন্দবদ্ধ কবিতা পড়তে ভালই লাগে। আপনারটাও খারাপ লাগেনি। তবে আপনি এর থেকে আরো ভাল কবিতা লিখতে পারেন, আমি জানি! দ্বিতীয় প্যারার 'ফেললি' শব্দটা পড়তে কেমন জানি লাগছিল। বাকিটা সুন্দর...

কবিতায় ভাললাগা পরী! শুভ কামনা জানবেন!

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৫

নীলপরি বলেছেন: আশাকরি ভালো আছেন । অনেকদিন বাদে আমার কবিতায় আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো । আর আপনার বক্তব্যটা নিয়ে আমি ভাববো । চেষ্টা করবো । কারণ আপনার মনে আছে কিনা জানিনা , আপনি বলার পর থেকে exclamation mark আমি শব্দের কাছাকাছি বসাই । আগে দূরে বসাতাম । :)

শ্রদ্ধার সাথে আপনার শুভ কামনা গ্রহণ করলাম ।

অনেক ধন্যবাদ ও আপনাকেও শুভকামনা ।

২১| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭

সাহসী সন্তান বলেছেন: কারণ আপনার মনে আছে কিনা জানিনা, আপনি বলার পর থেকে exclamation mark আমি শব্দের কাছাকাছি বসাই।

- একবার আপনাকে এই ব্যাপারটা সম্পর্কে যে বলেছিলাম সেটা মনে আছে! তবে তারপর থেকেই যে আপনি বিশ্রাম চিহ্নটা শব্দের কাছাকাছি বসান জানা ছিল না। যাক এটা যেনে অন্তত ভাল লাগছে যে, ব্লগে কেউ একজন আমার কথাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে! আমার সতিাই ভাল লাগছে! :)

আর ব্লগে আমি বর্তমানে অনেকটাই অনিয়মিত! আমার জায়গায় অন্যকেউ থাকলে সে এতদিনে ব্লগিং করতো কিনা জানি না। তবে আপনাদের লেখাগুলো খুব মিস করি, বলতে পারেন সেই টানে এখনো ব্লগিং অব্যাহত রাখা! আমি অনিয়মিত থাকলেও চেষ্টা করি আমার প্রিয় লেখকদের লেখা গুলো পড়তে! তার মধ্যে আপনি একজন!

ব্লগিং-এ আপনার সমৃদ্ধি কামনা করি সব সময়! ভাল থাকবেন পরী!

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

নীলপরি বলেছেন: হুম , আপনি বলার পর থেকেই আপনার কথাটা অনুসরণ করি । তাছাড়া আপনার কথাটা প্রাধান্য দেওয়ার মতো । আর শুধু এক্ষেত্রেই নয় , বিভিন্ন বিষয়ে আপনার কাছ থেকে না চাইতেই সাহায্য পেয়েছি ।
শুধু , আমাকেই নয় । আপনাকে অনেক সহব্লগারকেই নিজে থেকে এগিয়ে গিয়ে সাহায্য করতে দেখেছি । তাই , ব্লগিং অব্যাহত রাখুন । আপনাদের মতো মানুষদের সমাঝের এখন খুব প্রয়োজন । আর বলতে গেলে , আমিও প্রায় অনিয়মিত । মাঝেমাঝে পোষ্ট দিলেও উত্তর দিতে দেরী হয়ে যায় । নিজেরই খারাপ লাগে । কিন্তু , একটু অসুবিধার মধ্যে আছি ।

আর , আমার লেখা নিয়ে বিরাট কিছু আশা নেই । এই ক্ষণজন্মা লেখাগুলোকে আপনারা পড়ে যে সম্মান দেন , তারজন্য আমি কৃতজ্ঞ । তাই , অল্প সময়ের জন্য ব্লগে এসে , যখন আপনি আমার লেখা পড়ে মন্তব্য করেন তখন আমি আপ্লুত হই , উৎসাহ পাই ।
আপনার শুভ কামনা শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম ।

অনেক ধন্যবাদ ও আপনাকেও শুভকামনা ।

আপনিও খুব ভালো থাকবেন আর অবশ্যই ব্লগিং অব্যাহত রাখবেন ।

২২| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কে বলেছে পারেন না ? আমি আপনার কবিতা পড়েছি । আপনিও খুব ভালো লেখেন ।
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

আপনার মন্তব্যে ভরসা পেলাম।

ভালো থাকুন।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

আপনিও ভালো থাকুন।

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

মৌরি হক দোলা বলেছেন: মেঘ, কেন করিস অহঙ্কার?
প্রলয়- বাতাস এস্রাজে বাজাচ্ছে রাগিনী
এই পোড়াকপালেই নেমে আয়
তোর সুধারসে ভিজে আজ
হতে চাই তোরই সঙ্গিনী!


খুব সুন্দর কবিতা! ভালোলাগা রইল....

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো। বৈশাখী হয়ে উঠুক জীবনের স্পন্দন, কাল বৈশাখী দূর হয়ে যাক।

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০

নীলপরি বলেছেন: বরাবরের মতোই উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।:)

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সনেট কবি বলেছেন: নীলপরি মেঘে মেঘে ভেসে যেতে চায়
অবুঝ মনেতে তার বৈশাখের নাড়া
এবার যে তার মন পেতে চায় ছাড়া
যেতে চায় মন তার অজানায় দূরে।
মেঘে মুগ্ধ পরি মনে স্নিগ্ধতা ছড়ায়
সে যেন শুনতে পায় মেঘের নাকাড়া
মেঘের সঙ্গিনী হতে সেজন্যই তাড়া
সে চায় মেঘ মোহে তার সাথে ঘুরে।

পরির অবুঝ মনে আজ ভয় নেই
ছন্নছাড়া হতে মনে নিদারুণ সখ
মেঘ যেন সাথে নিতে ডাকে পরিকেই
সে জন্য মেঘ যাত্রায় পরি মনে সুখ।
যাক তবে পরি মিশে মেঘেদের দলে
পরি মন গুনগুনে কত কথা বলে।

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০

নীলপরি বলেছেন: এতো সুন্দর কাব্যিক মন্তব্য পেয়ে আমি আপ্লুত হলাম । আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একটি কবিতা পড়লাম।

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১১

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১

শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০২

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা । :)

২৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ও মেঘ তুমি পরীকেও সাথে নাওনা
নতেই হবে করো না কোন বাহানা।

২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১২

নীলপরি বলেছেন: আমার জন্য মেঘের কাছে সুপারিশ করেছেন দেখে খুব ভালো লাগলো । :)

ধন্যবাদ ও শুভকামনা ।

২৯| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা পেয়ে আমারও ভীষণ ভালো লাগলো ।

আশাকরি এখন একটু সুস্থ আছেন ।

আপনার শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম ।

অনেক ধন্যবাদ ও আপনাকেও শুভকামনা ।

৩০| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:০৫

নূর-ই-হাফসা বলেছেন: কি সাংঘাতিক আপু ! মেঘ ঝড় বৃষ্টির সাথী হতে চাচ্ছেন । ওদের ভয়ংকর গর্জন তান্ডব, ভয় লাগার কথা ।
কবিতায় ভীষণ ভালো লাগা র ইলো

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৩৯

নীলপরি বলেছেন: তেমনই ইচ্ছে দিদি । :)

ধন্যবাদ ও শুভকামনা ।

৩১| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:০৯

রাকু হাসান বলেছেন: কবিতাটি আমি আবৃত্তি করতে করতে পড়েছি ...কেমন ভাল লাগছে তাহলে ? ....... লাইকটা কেড়ে নিয়েছেন ..এমন যে অমার কবিতা পড়লে লাইক দিতেই হবে . :-B .....ভালবাসা ও শুভকামনা রইলো আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.