নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

জোছনা-নূপুর খুলে রাখে রাধিকা

১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৮






বদলানোর জন্যই বদলে গেছে পথ
জানতে চায়নি কেউ মতামত!
মন কেনো তবু স্মৃতির বশ?
পদাবলীর সুরে বিরহের পরশ!



জীবন কী মায়া-কাঁথা না পাটিগণিত ?
কে কবে করেছিল মোহিত!
সেই দূরত্বের হিসেব রাখেনি সময়
চাঁদনী-রাত আজও বিষাদ কথা কয়!


বাতাসে শুধুই হাহুতাশ রাশি রাশি
হঠাৎ বাজলে দ্বাপরের বাঁশি
শীত-ঘরে কেঁপে ওঠে মনি-কর্ণিকা
জোছনা-নূপুর খুলে রাখে রাধিকা!

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: আজ আমি প্রথম হবো।

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৩

নীলপরি বলেছেন: আপনি প্রথম হয়েছেন ।:)
আর প্রথমেই আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! রাধার কি হইল অন্তরে ব্যথা ।
জোসনারাতে নুপুরঝংকারও হার মানে‌ দ্বাপরের বাঁশির কাছে। ++


বৈশাখী শুভেচ্ছা রইল।

১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫০

নীলপরি বলেছেন: আহা! রাধার কি হইল অন্তরে ব্যথা ।
জোসনারাতে নুপুরঝংকারও হার মানে‌ দ্বাপরের বাঁশির কাছে।


খুব সুন্দর বলেছেন । আপনার কাব্যিক মন্তব্য খুব ভালো লাগলো । প্লাস পেয়ে উৎসাহ পেলাম ।

বৈশাখী শুভেচ্ছা পেয়ে আনন্দ পেলাম ।
আপনাকেও বৈশাখের অনেক শুভেচ্ছা

৩| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৭

বলেছেন: বাহ
অসাধারন কবির
সাধারন কবিতা

১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫২

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১৮

আরোগ্য বলেছেন: চাদঁনী রাত আজও বিষাদ কথা কয়

কবিতায় ভালোলাগা।

১৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৪

নীলপরি বলেছেন: আপনি লাইনটা কোট করেছেন দেখে আপ্লুত হলাম । কৃতজ্ঞতা জানবেন ।
কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:২৫

নীল আকাশ বলেছেন: চমৎকার ছন্দ।
দ্বাপরের বাশি কি?
অনেক দিন পরে ছন্দ মিলিয়ে কবিতা লিখলেন।
ইস আপনার মত যদি ছন্দ মিলিয়ে লিখতে শিখতাম!
শুভ রাত্রী।

১৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৪

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । কিছুদিন বাদেই ছন্দ মিলিয়ে লিখলাম । আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম ।

রাধা-কৃষ্ণ দ্বাপর যগে অবতার নেন । তাই লিখেছি ।

আপনিও খুব ভালো লেখেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা


৬| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:২৫

নতুন নকিব বলেছেন:





স্মৃতির বশ, পদাবলীর সুর, বিরহের পরশ, মায়া-কাঁথা, চাঁদনী-রাত, বিষাদ কথা, বাতাসে হাহুতাশ, দ্বাপরের বাঁশি, শীত-ঘরে, মনি-কর্ণিকা, জোছনা-নূপুর - শব্দগুলো মন কাড়ে। সুন্দর কবিতা।

১৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৩

নীলপরি বলেছেন: ভীষণ ভালো লাগলো আপনি শব্দগুলো কোট করেছেন দেখে । অনুপ্রেরণা পেলাম ।
কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:২৬

নীল আকাশ বলেছেন: ছবি পছন্দ হয়েছে।
ছবিতেই যেন নূপুরের নিক্কন শুনতে পাচ্ছি।

১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১১

নীলপরি বলেছেন: ছবিটা আপনার ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম । ছবিটা নেট সার্চ করে পেয়েছি ।

আবারো অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০৯

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে । বদলে গেলে কেমন হয় ,স্মৃতির পাতা উল্টে
পদাবলীর সুরে রাধিকার বিরহ গাথা কেই বা জানতে না চায় ।
জোসনা নুপূর খুলে রেখে রাধিকা কি সুখ পায়?

রাধিকার পায়ের নুপূর খুলে যাওয়ার মত কষ্ট আর নাই এ সংসারে । সংসারের আধি-ব্যাধি, শোক, দুঃখ, মৃত্যু রাধা অবহেলায় সইতে পারে; কিন্তু জোসনা নুপূর খুলে কৃষ্ণ প্রেমবঞ্চিতা হলে রাধিকা তিলার্দ্ধও সইতে পারবেনা । কৃষ্ণকে একবার রাধা বলেছিল, “আমার এই প্রেমের কষ্ট তুমি বুঝবে কেমন করে, কেমন করেই বা তা তোমাকে বুঝাব, আমি প্রার্থনা করি, যেন জন্মান্তরে আমি কৃষ্ণ হই আর তুমি হও রাধা, তোমার সঙ্গে প্রেম করে আমি যেন ছেড়ে যাই , তখন তুমি বুঝবে আমার কি জ্বালা ?”

সাগরে যাইব কামনা করিব,
সাধিব মনের সাধা।
মরিয়া হইব শ্রীনন্দের নন্দন,
তোমারে করিব রাধা।

পীরিতি করিয়া ছাড়িয়া যাইব,
দাঁড়াব কদম্ব-তলে।
ত্রিভঙ্গ হইয়া মুরলী বাজাব
যখন যাইবে জলে।

মুরলী শুনিয়া অস্থির হইবে
সহজ কুলের বালা।
চণ্ডীদাস কহে তখন বুঝিবে —
পীরিতি কেমন জ্বালা।

শুভেচ্ছা রইল

১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

নীলপরি বলেছেন: রাধিকার পায়ের নুপূর খুলে যাওয়ার মত কষ্ট আর নাই এ সংসারে । সংসারের আধি-ব্যাধি, শোক, দুঃখ, মৃত্যু রাধা অবহেলায় সইতে পারে; কিন্তু জোসনা নুপূর খুলে কৃষ্ণ প্রেমবঞ্চিতা হলে রাধিকা তিলার্দ্ধও সইতে পারবেনা । কৃষ্ণকে একবার রাধা বলেছিল, “আমার এই প্রেমের কষ্ট তুমি বুঝবে কেমন করে, কেমন করেই বা তা তোমাকে বুঝাব, আমি প্রার্থনা করি, যেন জন্মান্তরে আমি কৃষ্ণ হই আর তুমি হও রাধা, তোমার সঙ্গে প্রেম করে আমি যেন ছেড়ে যাই , তখন তুমি বুঝবে আমার কি জ্বালা ?”
[/sb --

একেবারেই তাই । স্বয়ং কৃষ্ণও তাই বলেছিলেন তাঁর নাম নেওয়ার আগে রাধার নাম নিতে হবে ।
বরাবরের মতোই অসাধারণ মন্তব্য লিখেছেন । আপ্লুত হয়ে পড়লাম । আরও অনেকেই বোধহয় পড়েছেন । এতো সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

শুভেচ্ছা নিয়েছি
আর আপনাকেও অনেক শুভেচ্ছা


৯| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ২:০৭

মুক্তা নীল বলেছেন: যে বদলানোর সে বদলাবে,
যে চলে যাওয়ার সে যাবে
যে থাকার সে থাকবে....এটাই হয়তো নিয়ম।

খুব সুন্দর লিখেছেন। শুভকামনা সহ শুভরাত্রি। কবিতায় অনেক ভালো লাগা রইলো +++

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৬

নীলপরি বলেছেন: হুম ।হয়তো এমনই ।

কবিতা আপনার ভালো লাগায় উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১০| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ১৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৪

করুণাধারা বলেছেন: ছন্দবদ্ধ হাহাকার.......মনকে বিষন্ন করে তুলল।

চমৎকার কবিতা, নীল পরী!

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২২

নীলপরি বলেছেন: কবিতার বেদনা আপনি অনুভব করেছেন জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,



চাঁদনী রাত যখন হুতাশন ছড়ায় তখন রাধিকাদের পায়ের নূপুর যে খুলে রাখতেই হয়! নইলে নূপুরের বিষাদ ঝংকারে জোছনারা পথ বদলে চলে যেতেই পারে দূরত্বের হিসেব ছাড়া!

হুতাশনের কবিতা আপনি বেশ রপ্ত করে ফেলেছেন। এটাও তেমন বিরহের পরশ মাখা।

সহব্লগার ডঃ এম এ আলী র কবিতাটি পড়ে গালিবের একটি শে'র দিতে ইচ্ছে করলো -
ইয়ে বোহ্‌ আঁতশ গালিব,
যো লাগালে নহ লাগে
বুজহালে নহ বুঝেহ....
( সম্ভবত এরকমটাই)
"এ সেই আগুন গালিব
যা লাগালে লাগে না
নেভালেও নেভেনা.."

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩২

নীলপরি বলেছেন: চাঁদনী রাত যখন হুতাশন ছড়ায় তখন রাধিকাদের পায়ের নূপুর যে খুলে রাখতেই হয়! নইলে নূপুরের বিষাদ ঝংকারে জোছনারা পথ বদলে চলে যেতেই পারে দূরত্বের হিসেব ছাড়া!
--

ভালো লাগলো কথাগুলো । সুন্দর বলেছেন ।
সহব্লগার ডঃ এম এ আলী র মন্তব্যটা খুবই ভালো হয়েছে । আর কবিতাটাও খুব সুন্দর । কবিতা পোষ্ট করার পর এই যে একটা কাব্যিক আবহ সেটা শুধু সামুতেই সম্ভব বললেও অত্যুক্তি হবে না বোধহয় ।

আপনার গালিবের উদাহরণটাও ভালো লাগলো । আমারও প্রিয় । 'ইশক পর জোর নেহি ......'

পাঠ ও মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা


১৩| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো খুব

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪২

নীলপরি বলেছেন: আর কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো । অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১২

জুন বলেছেন: অসাধারণ কবিতা নীলপরি।
+

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪০

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভভীষণ খুশি হলাম । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৫| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৮

হাবিব বলেছেন: অসাধারণ ছন্দের কবিতা।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২১

নীলপরি বলেছেন: জেনে অনেক ধন্যবাদ ও শুভকামনা
আপ্লুত হলাম ।

১৬| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এই যে শুন্যতা, এই যে বেদনা
এইেতা সৃষ্টির প্রেরণা
আপনা প্রকাশের তীব্র বেদনা
তানহা তানহা প্রেষনা . . .

শুন্যতা দেয় গতি
বেদনা আনে শক্তি
স্বপ্ন আর আশা
আবিষ্টতা নিত্যতা।

মুগ্ধ পাঠের কাব্যিক আবিষ্টতা রেখে গেলাম :)

+++

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪২

নীলপরি বলেছেন: বেশ কয়েকবার পড়েছি আপনার কাব্যিক মন্তব্যটা । আর আমিও বিমুগ্ধ হয়েছি । কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা কবি


১৭| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৭

মাহমুদুর রহমান বলেছেন: খুব ভালো লেগেছে, খুব খুব।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৫১

নীলপরি বলেছেন: জেনে আমারও ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৮| ২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: ১০ম প্লাস।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৫৫

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে প্লাস পেয়ে উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.