নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বলিদানের গল্প

২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০১







খানিক বিরতি দিয়ে ডেকে উঠছে রাত-পাখিরা
রাতচরেরা দাপিয়ে বেড়াচ্ছে রাষ্ট্র
অবসরের তর্ক-বিতর্কে তুফান ওঠে বোকাবাক্সে
বিপ্লব আজ ভোটবাক্সে বন্দী
রাজনীতিতে সেই টিকে থাকে
যার জানা আছে সব ফন্দি!


চাঁদ এখন পৃথিবীতে কিছুটা অতিরিক্ত
তাই বিশ্রামেই কাটছে রাত
কবিদেরও আছে রাজ-কবি হওয়ার হক
বাহ! এটুকু তো থাকতেই পারে সখ!


অন্যায়ের ক্ষতচিহ্ন বয়ে বেড়ায় যে মেয়েটা
সেই কুন্ঠিত হাহাকার নিয়ে
সভ্যতাকে প্রশ্ন করতে ভয় পায়
সভ্যতার নেই কোনো দায়!



মেয়েটা মেতে উঠলে বলিদানের নেশায়
রাত-পাখিরা তার গল্প সুরে মেশায়!

মন্তব্য ৩৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: যথার্থই বলিদানের গল্প বৈকি। ++

বৈশাখী শুভেচ্ছা জানবেন।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৩

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার কাছ থেকে প্লাস পেয়ে উৎসাহিত হলাম ।

তবে নেট স্লো থাকায় উত্তর দিতে দেরী হোলো ।
অনেক ধন্যবাদ ।
বৈশাখী শুভেচ্ছা নিয়েছি ।
আর আপনাকেও অনেক শুভেচ্ছা


২| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:১০

চাঁদগাজী বলেছেন:


নারীরা পৃথীবীকে স্বর্গে পরিণত করেছেন

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৭

নীলপরি বলেছেন: কোনো কোনো মহীয়সী তেমনটা করে থাকেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

৩| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৮

জুন বলেছেন: ভালো লাগলো কবিতা নীলপরি ।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪১

নীলপরি বলেছেন: আপনার কথায় অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

৪| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: এক কথায় চমৎকার।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৭

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

৫| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৭

সুমন কর বলেছেন: গুরুগম্ভীর এবং সুন্দর।
+।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩১

নীলপরি বলেছেন: চেষ্টা করেছিলাম একটু অন্যরকম লেখার । আপনার লেখা ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

৬| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১৩

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩২

নীলপরি বলেছেন: শুনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:

সুন্দর হয়েছে কবিতা ।

অন্যায়ের ক্ষতচিহ্ন বয়ে বেড়ায় যে মেয়েটা
সেই কুন্ঠিত হাহাকার নিয়ে
সভ্যতাকে প্রশ্ন করতে ভয় পায়
সভ্যতার নেই কোন দায় !


আজ আশা করে আছি, সভ্যতার দায় হতে পরিত্রাণকর্তা আসছে
এই লাঞ্ছিত নিপীড়িত ও আঘাতের ক্ষতচিহ্ন বয়ে যাওয়া মেয়েটির
কুটীরে। অপেক্ষা করে থাকব, সভ্যতার দৈববাণী সে নিয়ে আসবে
আর মানুষের চরম আশ্বাসের কথাসকল মানুষকে এসে শোনাবে।
একদিন পরাজিত মানুষ নিজের লাঞ্ছনার সকল বাধা অতিক্রম করে
অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন
প্রতিকারহীন কর্মকান্ডকে চরম বলে বিশ্বাস না করে নুশরাতের মত
জগত কাপানো প্রতিরোধের দেয়াল গড়ে তুলবে ।

শুভেচ্ছা রইল

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৪

নীলপরি বলেছেন: আজ আশা করে আছি, সভ্যতার দায় হতে পরিত্রাণকর্তা আসছে
এই লাঞ্ছিত নিপীড়িত ও আঘাতের ক্ষতচিহ্ন বয়ে যাওয়া মেয়েটির
কুটীরে। অপেক্ষা করে থাকব, সভ্যতার দৈববাণী সে নিয়ে আসবে
আর মানুষের চরম আশ্বাসের কথাসকল মানুষকে এসে শোনাবে।
একদিন পরাজিত মানুষ নিজের লাঞ্ছনার সকল বাধা অতিক্রম করে
অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন
প্রতিকারহীন কর্মকান্ডকে চরম বলে বিশ্বাস না করে নুশরাতের মত
জগত কাপানো প্রতিরোধের দেয়াল গড়ে তুলবে।



খুব সুন্দর বলেছেন । খুব আশাবাদী কথাগুলো । একেবারেই তাই । প্রতিরোধ গড়ে তুলতেই হবে ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম ।

শুভেচ্ছা নিয়েছি

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৫

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো । অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৮

করুণাধারা বলেছেন: অন্যায়ের ক্ষতচিহ্ন বয়ে বেড়ায় যে মেয়েটা
সেই কুন্ঠিত হাহাকার নিয়ে
সভ্যতাকে প্রশ্ন করতে ভয় পায়
সভ্যতার নেই কোনো দায়!


চুপচাপ সব সয়ে যাবার পর থাকে শুধু কুন্ঠিত হাহাকার!!

চমৎকার কবিতা!

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনি লাইনগুলো কোট করেছেন দেখে ।
হুম। কুন্ঠার বেরা টপকানো খুবই কঠিন মনে হয়!
তবু সহব্লগার মাননীয় ডঃ এম এ আলী -এর মতো আশাবাদেই আস্থা রাখাতে হবে ।



অনেক ধন্যবাদ ও শুভকামনা ।



১০| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসম্ভব সুন্দর! লেখার ইচ্ছা জাগে।

০২ রা মে, ২০১৯ বিকাল ৫:৩১

নীলপরি বলেছেন: তবে লিখেই ফেলুন ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি কখনও বলি দিয়েছেন

০২ রা মে, ২০১৯ বিকাল ৫:৩৪

নীলপরি বলেছেন: কোনো যতি চিহ্ন ছাড়া মন্তব্যটা বুঝলাম না । পাঠ করেছেন কিনা সেটাও বুঝলাম না ।
ব্লগপাতায় এসেছেন বলে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১২| ৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৮

জাহিদ অনিক বলেছেন: বাহ
অতিরিক্ত চাঁদ ! চমৎকার

০২ রা মে, ২০১৯ বিকাল ৫:৩৭

নীলপরি বলেছেন: হুম । চাঁদই বোধহয় অতিরিক্ত ।
কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৩| ০২ রা মে, ২০১৯ রাত ১১:২৬

রাকু হাসান বলেছেন:

অনেক দিন পর কবিতা পড়লাম । বলিদানের গল্প চমৎকার । তিন নাম্বার স্তবক+। অসাধারণ একটি ছবি দেখলাম । আপনি তুলেছেন ? নাকি গুগল।

০৩ রা মে, ২০১৯ সকাল ১০:১১

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে কবিতায় আপনার মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।

নাহ। ছবিটা আমার তোলা না । গুগুল থেকে নেওয়া । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৪| ০৩ রা মে, ২০১৯ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,



রাজনৈতিক কবিতা। কবিদেরও তো থাকে বিরূদ্ধ রাজকবি হবার হক!
পাশাপাশি সভ্যতার দায়কে স্মরণ করিয়ে দিয়ে একটি মানবিক কবিতাও।

আপনার কবিতাতেও সুর মেশালুম- কুন্ঠিত হাহাকারে!

০৪ ঠা মে, ২০১৯ রাত ৮:১৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য আমায় ভীষণ ভীষণ ভাবে অনুপ্রাণিত করলো । বেশ কয়েকবার পড়লাম ।

খুব ভালো লাগলো আমার কবিতাতে সুর মেশালেন বলে । আজ না হয় কুন্ঠিত হাহাকার আছে । একদিন হয়তো আমরা এই কুন্ঠা কাটিয়ে উঠতে সক্ষম হবো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।



১৫| ০৪ ঠা মে, ২০১৯ রাত ১২:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর, দারুণ বলেছেন কবি আপু, বাস্তবতা কবিতার প্রতিটি পঙক্তি জুড়ে।
ভালো লাগলো কবিতার হৃদয় ছোঁয়া কথামালা।

যাঁরা পৃথিবীতে বিখ্যাত, ইতিহাসের পাতায় অক্ষত, তাঁরা প্রত্যেকেই কোন-না-কোনভাবে নিজেদের বলিদান করে গেছেন, মানুষের জন্য নিজেকে কাজে লাগাতে পারলেই পাওয়া যায় তৃপ্তির স্বাদ, সেই স্বাদ সবাই পায় না পৃথিবীতে।

শুভকামনা জানবেন আপু।
অনেক পুরনো পোস্ট দেখছি! নতুন কিছু না দেখে চিন্তিত।
ভালো আছেন তো নিশ্চয়...?

০৫ ই মে, ২০১৯ সকাল ১১:৩১

নীলপরি বলেছেন: হুম । ভালো আছি ।আসলে অল্প সময়ের জন্য সামুতে আসছি । তারউপর অলসতা তো আছেই । চেষ্টা করবো নতুন পোষ্ট দেওয়ার ।
বেশ কয়েকদিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।
কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।

শুভকামনা নিয়েছি আর আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।


১৬| ০৪ ঠা মে, ২০১৯ রাত ৯:১০

আখেনাটেন বলেছেন: ফন্দি ফিকিরের জমানায় কত শত ফন্দি চারিদিকে। আর এই ফন্দির বলি হয়ে কত প্রাণ সংহার হয়ে যাচ্ছে তার হিসেব ফন্দির কারিগরেরা কখনও রাখে না।

বেশ ভালো কবিতা লিখেছেন।

০৫ ই মে, ২০১৯ সকাল ১১:৩৩

নীলপরি বলেছেন: ফন্দি ফিকিরের জমানায় কত শত ফন্দি চারিদিকে। আর এই ফন্দির বলি হয়ে কত প্রাণ সংহার হয়ে যাচ্ছে তার হিসেব ফন্দির কারিগরেরা কখনও রাখে না।


একেবারেই ঠিক বলেছেন ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।


১৭| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৩:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন কাব্য।
চলমান বাস্তবতা আর রাজনীতির গালৈ চপেটাঘাত বটে!
অন্যায়ের বলিদানের ক্ষতচিহ্ণ লয়ে মেয়েটি হয়ে ওঠে আমজনতার স্বপ্নের অসহায় বলিদানের প্রতীক।
রক্তাক্ত ক্ষত-বিক্ষত গণতন্ত্রের মানস!

অনেক অনেক ভাল লাগা
+++++++++

০৯ ই মে, ২০১৯ রাত ৯:১৮

নীলপরি বলেছেন: 'রক্তাক্ত ক্ষত-বিক্ষত গণতন্ত্রের মানস!'--

একেবারেই তাই কবি । ঠিকই বলেছেন ।


আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটি কবিতা লিখেছেন, সাথে দেয়া ছবিটাও খুব সুন্দর! + +
বিপ্লব আজ ভোটবাক্সে বন্দী - অত্যন্ত চমৎকার একটি সত্যকথন!
কবিরা অনেকেই রাজকবি হবার স্বপ্নে বিভোর থাকেন, বিপ্লবীরা মনে মনে রাজাধিরাজের অনুচর হবার বাসনা পোষণ করেন - এমনটা যুগে যুগেই হয়ে এসেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.