নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

যশোরের ঋষি সম্প্রদায়

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

এমন যুগে যশোরের ঋষি সম্প্রদায়ের লোকজনকে চা খেতে দেয়া হয় না কারোন এরা নিচু জাতের, বিংশ শতাব্দীর এই যুগে এটাও সম্ভব। হাস্যকর এক পরিস্থিতি। কিছু বিশেষ চা এর দোকানে আলাদা করে এদের জন্য চা এর কাপ রাখা হয়, আবার ভাঙা প্লেট, গ্লাসে এদের খাবার পরিবেষণ করা হয়। একটাই কারন তাদের পেশা মুচি। ঋষি সম্প্রদায়ের লোকেরা তাদের নিজেদের পরিমন্ডলের বাহিরে সাভাবিক ভাবে চলা ফেরা করতে পারে না, তাদের ঘৃণার চোখে দেখা হয়।

আমরা কথায় কথায় মানব অধিকার নিয়ে গলা ফাটিয়ে ফেলি, মিছিল মিটিং করে লক্ষ্য টাকার স্রাধ্য করি, কিন্তু এই যে বাংলার আনাচে কানাচে মানুষ যে এখন ফেলে আসা পুতিদুর্গন্ধময় অতীতের নোংরা নিয়ে আজো সমাজের এক শ্রেনীর মানুষ কে অবহেলা অযত্নে ফেলে রেখেছে, তাদের কে যে জাতের দোহাই দিয়ে সমাজ থেকে আলাদা করে রাখছে, এদের জন্য কে কথা বলবে, কেউ কি নাই।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

রাজ বিদ বলেছেন: এইযে আপনি আওয়াজ তুললেন।এই ভাবেই আরও অনেকে তুলবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

রানার ব্লগ বলেছেন: ভাই বছরের পর বছর এমন চলে আসছে, সবাই এটা কে নিয়ম বানিয়ে ফেলেছে।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

রাইসুল ইসলাম রাণা বলেছেন: সমাজের এই বদ্ধমূল ধারণা থেকে সবাইকে বের করে আনার দায়িত্ব আমাদেরই। যদিও আমাদের সংখ্যাটা নিতান্ত ক্ষুদ্র।
জাত পাত নিপাত যাক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

রানার ব্লগ বলেছেন: ভাইরে দুঃখ একটাই এই বিংশ শতাব্দীতে বসে জাত পাত নিয়ে ভাবতে হচ্ছে, যখন আমাদের ভাবার কথা অন্য কিছু ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

রাজ বিদ বলেছেন: আমরা চেষ্টা করে যাব। সমাজের সুশীল ও সংখ্যাগরিষ্ঠদের দৃষ্টিগোচরে আনার চেষ্টা করব।তাতেও না হলে ক্ষুণ্ণ হবেন না।আমাদের আগামী প্রজন্ম আসছে। আগামী প্রজন্মকেই আমাদের সবদিক দিয়ে শিক্ষিত করে তোলতে হবে যাতে তারা ভবিষ্যতে এমন সামাজিক সমস্যাকে প্রশ্রয় না দেয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

রানার ব্লগ বলেছেন: আগামী প্রজন্ম কে শক্তিশালী করতে হলে আপনাকেই কাজ করতে হবে, ওরা আসবে নতুনের বার্তা নিয়ে, ঘুনে ধরা সমাজের ঘুণই যদি রেখে যাই ওদের জন্য তবে ওরা নতুন কি করতে পারবে ?

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: যেখানে লাভ নাই সেখানে কেউ আওয়াজ তুলতে চায়না । সব কিছুতে নিজেকে জাহির করতে না পারলে সেখানে কেউ থাকতে চায়না।
আপনার লেখাটা খুব ভাল লাগল। সাথে আছি । মানুষের জন্য সাথে আছি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, পাশে থাকার জন্য ।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

আরণ্যক রাখাল বলেছেন: এমন ব্যাপার এখনও আছে জেনে অবাক হচ্ছি; মনে হল আপনি বোধহয় ৪৭ এর আগের অবিভক্ত বাংলার কথা বলছেন!
এটার অবশান চাইলে, ঋষি সম্প্রদায়ের শিক্ষা দীক্ষায় এগিয়ে নিয়ে যেতে হবে। তারা যদি নিজেরাই মডারেট হয় তবে আর কেউ তাদের এমনও ছোট করতে পারবে বলে মনে হয় না।
আর যারা তাদের সাথে এমন আচরন করছে, তাদের মানসিক ডাক্তার দেখানো উচিৎ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

রানার ব্লগ বলেছেন: ব্যাপারটা এক দুই জনে সিমাব্ধ থাকলে হত, পুর এক টা এলাকা জুরে এমন কাহিনী।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

প্রণব দেবনাথ বলেছেন: এখনো এসব হচ্ছে!!!!!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

রানার ব্লগ বলেছেন: হা হচ্ছে তো আর এটাই আক্ষেপ !!

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

গেম চেঞ্জার বলেছেন: শুনে আশ্চর্য হলাম রে ভাই!!
এটা কি করে সম্ভব!! এই যুগেও। যারা এই ধরণের মানসিকতা পোষণ করেন মানুষ সংজ্ঞায়নে তারাই কিন্তু ছোটজাত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

রানার ব্লগ বলেছেন: এটাই বাস্তব, আমরা আসলে অনেক পিছিয়ে আছি ।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২

কথাকথিকেথিকথন বলেছেন: যেখানে যুগ এগিয়ে যাওয়ার প্রতিযোগীতায় নেমেছে সেখানে এখনো এমন কিছু শুনতে হয় । পৃথিবী বড়ই রহস্যময় ।

সকলের সত্যিকারের বোধ উদয় হোক ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

রানার ব্লগ বলেছেন: সকলের সত্যিকারের বোধ উদয় হোক ।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: বিস্মিত হলাম!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

রানার ব্লগ বলেছেন: বিস্মিত হয়ে লাভ নাই রে ভাই ইহাই বাস্তব

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

জুন বলেছেন: আমি এমন একটি সম্প্রদায় দেখেছিলাম মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে। তারা এক কথায় বলতে গেলে সমাজ পরিত্যজ্য ছিল। মায়াই লাগতো ওদের জীবনের গল্প শুনে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

রানার ব্লগ বলেছেন: সেটাই এটাই দুঃখ, বিংশ শতাব্দীর এই যুগে এটাও সম্ভব।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

জয় মন্ডল বলেছেন: ঠিক কথা বলেছেন।পড়ে ভাল লাগল

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ জয় ভাই !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.