![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
তুমি আসবে বলে
বেক্কলের মত ঝুলে থেকেছি
প্রেমিকার বাড়ির জানালা ধরে
তুমি আসবে বলে
তিমির সমান হা করে
চেয়ে রেয়েছি পথের ধারে
তুমি আসবে বলে
লাল পাঞ্জাবীটা পরে আছি
শত যুগ ধরে
তুমি আসবে বলে
বাবার পকেট খালি করে দিয়েছি
দামি পারফিউমের হিসাব দিয়ে
তুমি আসবে বলে
পা ফুলিয়েছি
হৃদয়ের গলি চষে
তুমি আসবে বলে
জ্যমিতির কোন গুল
রুপ নিয়েছে তোমার অবয়বে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭
রানার ব্লগ বলেছেন:
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০
সুমন কর বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭
রানার ব্লগ বলেছেন:
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
প্রামানিক বলেছেন: আসবে আসবে বলে না আসলেও কবিতা ভাল লাগল। ধন্যবাদ
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আসা না আসা টা ম্যটার না।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ++ দেয়ার জন্য ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
আরণ্যক রাখাল বলেছেন: তবু আসে নাই, না?
