|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
 
 
কি হবে আজ তোমায় ভেবে ?
প্রতিদিনই ভাবছি, 
না হয় আজ দিলাম ছুটি।
আজ না হয় ভাবি,  
বন পাহাড় নদি,
না হয় দেখি,  
আকাশ ছোয়া জলের ছবি।  
ক্ষতি কি ! বল, একটু খানি 
 যাই ভুলে যাই তোমায় যদি, 
ইচ্ছে করে নাইবা দিলাম,  
নীল খামে রঙ্গিন চিঠি।  
আজকে না হয় দুজনাতে 
আড়ি হোল, মুখ হাড়ি হল,
তিতকুটে ঝাড়ি হল। 
হয় কি তাতে বিশাল ক্ষতি।  
হত যদি এমনতর,  
তুমি আমি অনেক দূরে,  
হচ্ছে আলাপ মনে মনে,  
রোজ সকালে ঘুমের ঘোরে, 
বালিশ খানি আদর করে, 
উঠছি জেগে তোমায় ভেবে।
   
 ২০ টি
    	২০ টি    	 +৪/-০
    	+৪/-০  ০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৪:১৬
০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৪:১৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, আপনাকেও প্লাস প্লাস প্লাস ।
২|  ০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৪:১৩
০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৪:১৩
আবু শাকিল বলেছেন: ছন্দের কবিত।
অনেক ভাল লাগায় সুন্দর 
  ০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৪:১৬
০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৪:১৬
রানার ব্লগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৩|  ০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৮
০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৪:৩৮
হাসান মাহবুব বলেছেন: সবাই অদৃশ্য প্লাস দিছে। আমি দৃশ্যমান প্লাস দিলাম।
  ০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৫:০১
০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৫:০১
রানার ব্লগ বলেছেন: আমিও দৃশ্যমান প্লাস দিলাম , ধন্যবাদ !!!
৪|  ০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৪:৫২
০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৪:৫২
মাসুদ মাহামুদ বলেছেন: খুব সুন্দর। ভালনি,,,,,,,,,,,,,,?
  ০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৫:০২
০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৫:০২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
৫|  ০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৫:০২
০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৫:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: 
সুন্দর। ছন্দবদ্ধ। +
  ০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৫:০৩
০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৫:০৩
রানার ব্লগ বলেছেন: দিশেহারা রাজপুত্র @ ধন্যবাদ 
সংকলন ক্যামন চলছে ?
৬|  ০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৫:২০
০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৫:২০
কল্লোল পথিক বলেছেন: হত যদি এমনতর,
তুমি আমি অনেক দূরে,
হচ্ছে আলাপ মনে মনে,
রোজ সকালে ঘুমের ঘোরে,
বালিশ খানি আদর করে,
উঠছি জেগে তোমায় ভেবে।
ভাল লেগেছে।
  ০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৫:৩৮
০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৫:৩৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৭|  ০১ লা মার্চ, ২০১৬  রাত ৮:১৪
০১ লা মার্চ, ২০১৬  রাত ৮:১৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
  ০২ রা মার্চ, ২০১৬  সকাল ১০:২৩
০২ রা মার্চ, ২০১৬  সকাল ১০:২৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই !!
৮|  ০১ লা মার্চ, ২০১৬  রাত ১১:২৯
০১ লা মার্চ, ২০১৬  রাত ১১:২৯
ফয়সাল রকি বলেছেন: তুমি আমি অনেক দূরে, 
হচ্ছে আলাপ মনে মনে
+++
(দৃশ্যমান প্লাসও দিছি)
  ০২ রা মার্চ, ২০১৬  সকাল ১০:২৪
০২ রা মার্চ, ২০১৬  সকাল ১০:২৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! আপনাকেও দৃশ্যমান +++
৯|  ০৪ ঠা মার্চ, ২০১৬  রাত ১:৩৩
০৪ ঠা মার্চ, ২০১৬  রাত ১:৩৩
মহা সমন্বয় বলেছেন: হত যদি এমনতর, 
তুমি আমি অনেক দূরে, 
হচ্ছে আলাপ মনে মনে, 
রোজ সকালে ঘুমের ঘোরে, 
বালিশ খানি আদর করে, 
উঠছি জেগে তোমায় ভেবে।
আহহা.. অনেক ভাল লাগল। 
  ০৫ ই মার্চ, ২০১৬  সকাল ১০:৩৩
০৫ ই মার্চ, ২০১৬  সকাল ১০:৩৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!
১০|  ০৭ ই মার্চ, ২০১৬  সকাল ৮:৩৪
০৭ ই মার্চ, ২০১৬  সকাল ৮:৩৪
অগ্নি কল্লোল বলেছেন: প্লাস!!
  ১১ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:২৫
১১ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:২৫
রানার ব্লগ বলেছেন: ++
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৩:৫৮
০১ লা মার্চ, ২০১৬  বিকাল ৩:৫৮
বিজন রয় বলেছেন: ইচ্ছে করলেই কি এড়িয়ে থাকা যায়?
সাবলিল লেখা।
+++++