নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমি স্বাধীনতা দেখিনি

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫০





আমি স্বাধীনতা দেখিনি,
স্বাধীনতা দিবস দেখেছি
আমি যুদ্ধ দেখিনি,
যুদ্ধ পরাজিতদের হুঙ্কার শুনেছি।

আমি মুক্তিযুদ্ধ দেখিনি,
যোদ্ধার ক্ষয়ে যাওয়া জীবন দেখেছি।
সাত সমুদ্র শ্লোগান দেখিনি,
পরাজিতের আস্ফালন দেখিছি।

মশালে মশালে আলকিত শহর দেখিনি,
লোডশেডিং এর ছায়ায় কালো বিড়ালের বিচরণ দেখেছি।
মায়ের কলঙ্কিত মুখে বিজয়ের উল্লাস দেখিনি,
দেখেছি অপমানের জ্বালা বয়ে নেয়ার সৃতি।

রজাকারের অট্টহাসি রোজ আমাকে দেখতে হয়,
বিপ্লবীর ঝরে যা্ওয়ার ক্ষন আমাকে গুনতে হয়,
মায়ের মুখের হাসি খানা রোজ আমাকে খুঁজতে হয়,
কুকুরের তীব্র উল্লাস আমাকে কান দিয়ে শুনতে হয়,
জয়ী হয়েও পরাজয়ের বিষ আমাকে পান করতে হয়,

আমি স্বাধীনতা দেখতে চাই, দিবস নয়।
আমি যোদ্ধার উল্লাস দেখতে চাই, ক্ষয়ে যাওয়া নয়।
মায়ের মুখে বিজয়ের আলো দেখতে চাই, আধার নয়।
আমি জয় চাই, পরাজিতের মত করে নয়।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

আরাফআহনাফ বলেছেন: দারুন লিখেছেন।
+++
অন্তরে থাকুক দেশপ্রেম, চেতনায় মুজিব।
http://www.somewhereinblog.net/blog/colctg/30118003

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনাকেও +++

২| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১১

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

রোকসানা লেইস বলেছেন: সুন্দর

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৪| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো। তবে কিছু টাইপো আছে।

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, টাইপো গুল ঠিক করা হবে।

৫| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪

আমিই মিসির আলী বলেছেন:
আমি মুক্তিযুদ্ধ দেখিনি,
যোদ্ধার ক্ষয়ে যাওয়া জীবন দেখেছি।
সাত সমুদ্র শ্লোগান দেখিনি,
পরাজিতের আস্ফালন দেখিছি।
+

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৬| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অতি চমৎকার । লেখককে নমঃস্কার শতবার।

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৭| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: আমি মুক্তিযুদ্ধ দেখিনি,
যোদ্ধার ক্ষয়ে যাওয়া জীবন দেখেছি।
+++

২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৩

রানার ব্লগ বলেছেন: জি ভাই এই গুলা দেখেই বড় হইছি তাই এই সব আর দেখতে চাই না।

ধন্যবাদ।

৮| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২১

অগ্নি সারথি বলেছেন: আমি স্বাধীনতা দেখতে চাই, দিবস নয়।
আমি যোদ্ধার উল্লাস দেখতে চাই, ক্ষয়ে যাওয়া নয়।
মায়ের মুখে বিজয়ের আলো দেখতে চাই, আধার নয়।
আমি জয় চাই, পরাজিতের মত করে নয়।

২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৬

রানার ব্লগ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৯| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৩

কল্লোল পথিক বলেছেন:






এক রাশ ভাল লাগা রেখে গেলাম।

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

১০| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

চাঁদগাজী বলেছেন:


সবই আছে, সবকিছু চেংগিস খানদের ঘোড়ার পায়ের নীচে পড়ে আহত হয়েছে মাত্র

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.