|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আবার হয় যদি দেখা
কোন এক বিকেলে। 
সন্ধ্যার আগমনী আঁধার 
যখন লাল সূর্যটাকে 
ঢেকে নেবে গাঢ়ো অমানিশায় 
আমায় কি তখন চিনে নিবে।
যখন পথ হারাবো পথের মাঝে 
ক্লান্তি এসে ধরবে ছেয়ে 
মেঘে মেঘে বাঁধবে যখন 
প্রলয়ঙ্করী ঝগড়া ভীষণ 
আমায় কি তখন টেনে নেবে।
তোমার বুকের উষ্ণতারে 
আমার বুকে ফিরিয়ে দিয়ে 
রাখবে কি মোরে যতন করে।
আবার যদি হয় গো দেখা
কইবে কি গো সেই গোপন কথা
যে কথারই বাহানাতে 
সকাল সন্ধ্যা দিবা রাতে 
তুমি আমি দুজনাতে 
নিরব ভাষার অভিমানে 
কাটিয়ে দিতাম সংগোপনে 
আবার যদি হয় গো দেখা 
মৃত্যুটাকে ফাকি দিয়ে 
আমরা দুজন রইবো প্রানে
হংসমিথুন রয় যেমনে। 
 ১৫ টি
    	১৫ টি    	 +০/-০
    	+০/-০  ১০ ই এপ্রিল, ২০১৬  সকাল ১০:৪১
১০ ই এপ্রিল, ২০১৬  সকাল ১০:৪১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাই, তবে মন খানা খারাপ, অজানা কারনে ১৪ দিনের জন্য ব্যান্ড হয়ে আছি, আজ দ্বিতীয় দিন।  
২|  ১০ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৭:১১
১০ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৭:১১
উদাসী স্বপ্ন বলেছেন: ভালোই তো কবিতা আপনার!
  ১১ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৩:৩৫
১১ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৩:৩৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
৩|  ১১ ই এপ্রিল, ২০১৬  রাত ৯:২৪
১১ ই এপ্রিল, ২০১৬  রাত ৯:২৪
কবীর বলেছেন: ভাল লাগল
ধন্যবাদ,ভাল থাকুন।
  ১১ ই এপ্রিল, ২০১৬  রাত ১০:৩৬
১১ ই এপ্রিল, ২০১৬  রাত ১০:৩৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, আপনিও ভাল থাকুন
৪|  ১২ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৭:০৫
১২ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৭:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হৈসে ।
  ১২ ই এপ্রিল, ২০১৬  রাত ৮:৩৫
১২ ই এপ্রিল, ২০১৬  রাত ৮:৩৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাই
৫|  ১৩ ই এপ্রিল, ২০১৬  দুপুর ২:২৮
১৩ ই এপ্রিল, ২০১৬  দুপুর ২:২৮
অঘ্রান প্রান্তরে বলেছেন: যখন পথ হারাবো পথের মাঝে 
ক্লান্তি এসে ধরবে ছেয়ে 
মেঘে মেঘে বাঁধবে যখন 
প্রলয়ঙ্করী ঝগড়া ভীষণ 
আমায় কি তখন টেনে নেবে।
ভালো লাগা জানিয়ে গেলাম...
  ১৩ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৫:০৪
১৩ ই এপ্রিল, ২০১৬  বিকাল ৫:০৪
রানার ব্লগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ !! কাজের ফাঁকে আসবেন আশা করি
৬|  ১৯ শে এপ্রিল, ২০১৬  বিকাল ৪:১৪
১৯ শে এপ্রিল, ২০১৬  বিকাল ৪:১৪
কল্লোল আবেদীন বলেছেন: 
চমৎকার কবিতা।
  ১৯ শে এপ্রিল, ২০১৬  বিকাল ৪:৪০
১৯ শে এপ্রিল, ২০১৬  বিকাল ৪:৪০
রানার ব্লগ বলেছেন: আপনাকে ধন্যবাদ
৭|  ২২ শে এপ্রিল, ২০১৬  সকাল ৮:০৯
২২ শে এপ্রিল, ২০১৬  সকাল ৮:০৯
চাঁদগাজী বলেছেন: 
হৃদয়ের টান সময়ের সাথে বাড়ে
  ২২ শে এপ্রিল, ২০১৬  সকাল ৮:১৬
২২ শে এপ্রিল, ২০১৬  সকাল ৮:১৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আর বাড়ুক
৮|  ২৩ শে এপ্রিল, ২০১৬  দুপুর ২:৫৭
২৩ শে এপ্রিল, ২০১৬  দুপুর ২:৫৭
কল্লোল পথিক বলেছেন: 
চমৎকার কবিতা। 
কবিতায়++++++++++++++
  ২৩ শে এপ্রিল, ২০১৬  বিকাল ৩:০৮
২৩ শে এপ্রিল, ২০১৬  বিকাল ৩:০৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , আপনাকেও ++++
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৬  রাত ১০:৩৬
০৯ ই এপ্রিল, ২০১৬  রাত ১০:৩৬
দীপংকর চন্দ বলেছেন: আবার যদি হয় গো দেখা
ভালো লাগলো সাবলীল প্রকাশ।
শুভকামনা ভাই। অনেক।
ভালো থাকবেন। সবসময়।