|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

মনে পরে সেই দিন, সেই যে, সেই দিন 
আকাশ ভরা মেঘ হত, বৃষ্টি হত।
বিদ্যুতের চমকে চমকে আধারের বুক চির,
একে যেত এক শৈল্পিক আলোক রেখা ।
মনে পরে তুমি আমি ভিজে যেতাম,
হাত ধরে, হেটে যেতাম খালি পায়ে।
আমাদের পেয়ারা গাছটা প্রচন্ড হাওয়ায়
দুলে দুলে যেত, আর আমি তোমায় দেখিয়ে বলতাম
আয় ওর মত আমরাও দুলে দুলে নেচে যাই। 
দিঘির জলে বৃষ্টির ফোঁটা গুল হুরমুড়িয়ে যেন পরত
এ যেন এক অবাক প্রতিযোগিতা, 
কে কার আগে দিঘির জলে 
ঝাঁপিয়ে পরে যেন শুধ্য হবে । 
আর দিঘিটা, সেও তার হৃদয় খুলে দিত 
ছোট্ট সেই দিঘিটা হয়ে যেত আবাক নদী ।
আজ আর বৃষ্টি হয় না, মেঘের পরে মেঘ জমে যায় ঠিকি,
তারপর কোথায় যেন দৌড়ে পালিয়ে যায়,
যেন ভুল করে ভুল ঠিকানায় এসেছিল, পালিয়ে বাঁচল 
আকাশ এখানে তপ্ত আগুন, গনগনে লু হাওয়া বয়ে যায় নিঃশ্বাসে নিঃশ্বাসে 
অবাক করা দিঘি আজ পচা ডোবা, ছেয়ে আছে বিষবৃক্ষে।
এই শহর আর ভিজে যায় না ধমকা ঝরের আচমকা ধারায়। 
কোন বেগুনি শাড়ি উড়ে যায় না ছোট্ট বেলকুনির মায়া ছেড়ে।
কোন লাজুক কিশোর আর মায়া ভরা চোখে চেয়ে থাকেনা 
ভিজে যাওয়া রমণীর পথের বাঁকে। 
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০  ২৪ শে এপ্রিল, ২০১৬  রাত ১২:৩৯
২৪ শে এপ্রিল, ২০১৬  রাত ১২:৩৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, আপনার শুভ কামনাই আমার প্রাপ্তি
২|  ২৪ শে এপ্রিল, ২০১৬  রাত ১:২১
২৪ শে এপ্রিল, ২০১৬  রাত ১:২১
পূবাল হাওয়া বলেছেন: অবাক করা দিঘি আজ পচা ডোবা, ছেয়ে আছে বিষবৃক্ষে।
 পচা ডোবা আর বিষবৃক্ষ যতোই দিঘীকে আঁকড়ে ধরুক না কেন... দিঘীর জল কি অপ্রবিত্র হয়ে জায়!!!!!
  ২৪ শে এপ্রিল, ২০১৬  সকাল ৯:৫৪
২৪ শে এপ্রিল, ২০১৬  সকাল ৯:৫৪
রানার ব্লগ বলেছেন: হয়তো যায় অথবা যায় না !!! ধন্যবাদ
৩|  ৩০ শে এপ্রিল, ২০১৬  বিকাল ৫:১০
৩০ শে এপ্রিল, ২০১৬  বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন: 
কবিতার পেছনে হয়তো সায়েন্স লুকিয়ে আছে; মনে হচ্ছে, দেশের উপরিভাগে তাপমাত্রা বেড়েছে, তা'হলে মেঘ জমায়িত না হয়ে চলে যেতে পারে, তাতে বৃস্টি কমে যাবে।
  ৩০ শে এপ্রিল, ২০১৬  বিকাল ৫:১৩
৩০ শে এপ্রিল, ২০১৬  বিকাল ৫:১৩
রানার ব্লগ বলেছেন:  ধন্যবাদ ! এঁর পেছনে সায়েন্স খুজে পাওয়ার জন্য
  ধন্যবাদ ! এঁর পেছনে সায়েন্স খুজে পাওয়ার জন্য
৪|  ০১ লা মে, ২০১৬  বিকাল ৩:২২
০১ লা মে, ২০১৬  বিকাল ৩:২২
মহা সমন্বয় বলেছেন: আপনার কবিতা স্বার্থক হইল অবশেষে বৃষ্টি নামল। 
  ০১ লা মে, ২০১৬  রাত ১১:২২
০১ লা মে, ২০১৬  রাত ১১:২২
রানার ব্লগ বলেছেন:  আহ কি শান্তি !!! ধন্যবাদ আপনাকে !!!
  আহ কি শান্তি !!! ধন্যবাদ আপনাকে !!!
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৬  রাত ১২:৩৬
২৪ শে এপ্রিল, ২০১৬  রাত ১২:৩৬
কল্লোল পথিক বলেছেন: স্মৃতি বড় নির্মম।
সে শুধু প্রতারনা করতেই জানে।
কবিতা অনেক সুন্দর হয়েছে।
শুভ কামনা নিরন্তর জানবেন।