নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি মানে

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪১




বৃষ্টি মানে তোমার আমার
ভিজে যাওয়া কল্পনাতে ।
বৃষ্টি মানে মেঘলা আকাশ
মাখা মাখি রংধনুরই আলপনাতে।

বৃষ্টি মানে রাত্রি জাগা, নির্ঘুম চোখে
ঝুপুর টুপুর শব্দ শোনা।
বৃষ্টি মানে শ্যামল মেয়ের ছোট্ট কাঁথায়
সুই সুতোয় স্বপ্ন বোনা।

বৃষ্টি মানে ভিজে যাওয়া,
সবুজ ক্ষেতের আল ধরে।
বৃষ্টি মানে কিশোরের আবাক জল পান
শীর্ণ দুটি হাত ভরে।

বৃষ্টি মানে তৃষিত চোখ,
বদ্ধ ঘরে গুমরে মড়া।
বৃষ্টি মানে প্রিয়ার চোখে
ক্ষুধ্য কাঁতর জলের ধাঁরা।

বৃষ্টি মানে পথের নালায়
কিশোরীর নৌকা ভ্রমন।
বৃষ্টি মানে ভিজে যাওয়া
এক পশলায় যেমন তেমন।

বৃষ্টি মানে জলে কাঁদায়
হূট পুটিয়ে মাখামাখি।
বৃষ্টি মানে তোমায় ভাবা
নিশব্দে, বড্ড একাকি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪৬

পবন সরকার বলেছেন: ভাল লাগল।

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! সমালচনা একান্ত কাম্য !!

২| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৪

কল্লোল পথিক বলেছেন: বৃষ্টি মানে তৃষিত চোখ,
বদ্ধ ঘরে গুমরে মড়া।
বৃষ্টি মানে প্রিয়ার চোখে
ক্ষুধ্য কাঁতর জলের ধাঁরা।


চমৎকার কবিতা।

০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!

৩| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের প্রেমের কবিতায় প্রেমিকা থেকে বৃস্টি বড় হয়ে যাচ্ছে

১০ ই মে, ২০১৬ সকাল ১১:২৯

রানার ব্লগ বলেছেন: নারী ও বৃষ্টি , বাংলা প্রেমের কবিতার প্রধান বিষয় কারন। এই দুই জনই বড় ছলনাময়ী ।

৪| ১০ ই মে, ২০১৬ বিকাল ৩:০৮

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১০ ই মে, ২০১৬ বিকাল ৩:২৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.