নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ফিরে না আসার প্রত্যয়ে

২৫ শে মে, ২০১৬ সকাল ১০:৩৮




চলেই গেলো সে।
একাকি নিঃশব্দে ।
আঁধারের যাত্রী হয়ে,
রেখে গেলো কিছু সৃতি,
কিছু বেদনার গান,
নীরবে যা ভেসে বেড়ায়,
হাওায় হাওায়।

কৃষ্ণচুরার ডালে ডালে,
তার ঠোঁটের উষ্ণ ছোয়া।
কামিনীর হৃদয়ে,
নিরাভারন শরিলের অপ্রকাশিত গন্ধ।
আজো পথিক কে, আকুল করে তোলে

শেফালি লুটিয়ে পরে, পথের বুকে
কোমল পায়ের নিষ্পেষণের,
সুতীব্র আনন্দের আখাংকায়,
থিরি থিরি কাঁপতে থাকে।

সবুজ ঘাস কে জাগিয়ে তোলে,
শিশির ধোয়া কামনার সিঙ্গারে।
তবুও সে আসে না, সে যে আসার নয়।
সে আসবে না। এতটাই অহংকার।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:৫৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
মনে হয় ছিল তার বহুগামী হৃদয়
সে আসবে কি করে ফিরে?
ভালবাসতে যে জানেনা
তার কাছে এর কি মানে?
হে পথিক, এই ভেবে কেন হারাও দিক?
এখন আমার নাই তোমাকে সন্তনা দেবার ।

যাছিল দিলাম একটা লাইক।

২৫ শে মে, ২০১৬ সকাল ১১:০৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন ।

২| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:০৪

সোজোন বাদিয়া বলেছেন: কবিতার ভাব এবং ভাষা দুটোই সুন্দর। তবে, বেশ কিছুটা শব্দের উচ্চারণ-সমস্যা রয়ে গেছে, একটু ঠিক করে নেবেন। লিখে যান, ভাল থাকুন।

২৫ শে মে, ২০১৬ সকাল ১১:০৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:১৭

মোস্তফা ভাই বলেছেন: কেউ কেউ আবার ফিরেও আসে, দুঃখ করো না কবি।

২৫ শে মে, ২০১৬ সকাল ১১:২১

রানার ব্লগ বলেছেন: :D ধন্যবাদ

৪| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:২৭

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সবুজ ঘাস কে জাগিয়ে তোলে,
শিশির ধোয়া কামনার সিঙ্গারে।
তবুও সে আসে না, সে যে আসার নয়।
সে আসবে না। এতটাই অহংকার।

সুন্দর সমাপ্তি,ভাল লাগল।

২৫ শে মে, ২০১৬ সকাল ১১:২৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন 8-|

৫| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: কবিতা ভাল হয়েছে।

কিন্তু অনেক বানান ভুল আছে।

২৬ শে মে, ২০১৬ সকাল ৯:৩৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! বানান ভুলের কারনে পড়তে সমস্যা হওয়ার জন্য দুঃখিত। অন্যের পেইজে নিজের লেখা দেখতে ভালো লাগে না, তাই সতর্কতা মূলক। যাতে পরে অস্বীকার না করতে পারে।

৬| ২৫ শে মে, ২০১৬ রাত ১১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো, ধন্যবাদ
কেমন আছেন?

২৬ শে মে, ২০১৬ সকাল ৯:৩৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভালোলাগার জন্য , জি ভালো আছি, আপনি ??

৭| ২৮ শে মে, ২০১৬ সকাল ৯:৩৭

নীলপরি বলেছেন: মন ছুঁয়ে গেলো কবিতা ।
শুভকামনা ।

২৮ শে মে, ২০১৬ সকাল ১১:২৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৮| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৫১

পবন সরকার বলেছেন: কবিতা ভালো লাগল।

২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৫৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.