|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
  
 
প্রতিদিন টোকা দিয়ে যাই,
টোকার কম্পনে এক রাশ ধুল এসে 
চোখে জ্বালা ধরিয়ে দেয়, 
মরচে পরা তালা খানি লটকে আছে বোবা প্রতীক্ষায়। 
অস্পষ্ট জানালায় প্রতিফলিত হয় অসহায় আসবাবের কঙ্কাল, 
দীর্ঘশ্বাসের বাষ্প অস্পষ্ট কাঁচকে, 
ঘোলা থেকে আর ঘোলাটে করে দেয়। 
প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে ক্লান্ত হয়ে, 
নুয়ে পরে রয় সময় দর্পণ। 
বাগানবিলাসির লাল,
ফ্যাঁকাসে সাদায় থিরি থিরি কাঁপে ,
দীর্ঘশ্বাসের ঠান্ডা দোলায় ।
পৃথিবীর সকল নিস্তব্ধতা কে পুঁজি করে, 
আঁধারের শুন্যতায় চাঁদর বুনে,
প্রতীক্ষার নিভু আলো আজো জ্বেলে যাই দোড়গোঁড়ায়।
জানি কেউ নেই হেথায়, 
কারো থাকার নয়, 
তবুও ফিরে আসা, অকারণ ফিরে আসা, 
ও পথ যে আমায় টানে 
ফিরিয়ে দেয়ার আমন্ত্রণে।
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৮ শে মে, ২০১৬  বিকাল ৩:৪৯
২৮ শে মে, ২০১৬  বিকাল ৩:৪৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
২|  ২৮ শে মে, ২০১৬  বিকাল ৪:০৯
২৮ শে মে, ২০১৬  বিকাল ৪:০৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান কবি। হ্যাপি ব্লগিং
  ২৮ শে মে, ২০১৬  বিকাল ৪:১৩
২৮ শে মে, ২০১৬  বিকাল ৪:১৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , হ্যাপি ব্লগিং ।
৩|  ২৮ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৯
২৮ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৯
লক্ষ্মীছেলে বলেছেন: প্রতীক্ষার নিভু আলো আজো জ্বেলে যাই দোড়গোঁড়ায়।
জানি কেউ নেই হেথায়, 
কারো থাকার নয়, 
তবুও ফিরে আসা, অকারণ ফিরে আসা, 
ও পথ যে আমায় টানে 
ফিরিয়ে দেয়ার আমন্ত্রণে।
ভালো থাকুন কবি সব সময়......
  ২৯ শে মে, ২০১৬  সকাল ১০:২৮
২৯ শে মে, ২০১৬  সকাল ১০:২৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন ।
৪|  ২৯ শে মে, ২০১৬  দুপুর ২:২৭
২৯ শে মে, ২০১৬  দুপুর ২:২৭
লক্ষ্মীছেলে বলেছেন: একে একে পড়েছি সব কটা কবিতা, খুব ভালো লিখেছেন রানার, ভালো থাকুন সব সময়... কবি।
  ২৯ শে মে, ২০১৬  দুপুর ২:৪২
২৯ শে মে, ২০১৬  দুপুর ২:৪২
রানার ব্লগ বলেছেন: সব গুল পড়েছেন !!! বাহ !! আপনাকে ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন ।
৫|  ২৯ শে মে, ২০১৬  দুপুর ২:৪৮
২৯ শে মে, ২০১৬  দুপুর ২:৪৮
লক্ষ্মীছেলে বলেছেন: এর আগে যে পোস্ট গুলি সরিয়ে ফেলেছেন, হয়তো তাও!!
  ২৯ শে মে, ২০১৬  বিকাল ৩:০৫
২৯ শে মে, ২০১৬  বিকাল ৩:০৫
রানার ব্লগ বলেছেন: এখানে কিছু পোস্ট আগের মুছে দেয়া পোস্ট থেকে নেয়া।
৬|  ৩০ শে মে, ২০১৬  রাত ১২:২৩
৩০ শে মে, ২০১৬  রাত ১২:২৩
মহা সমন্বয় বলেছেন: প্রতীক্ষার নিভু আলো আজো জ্বেলে যাই দোড়গোঁড়ায়।   
  ৩০ শে মে, ২০১৬  সকাল ৯:৪৬
৩০ শে মে, ২০১৬  সকাল ৯:৪৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন । 
৭|  ০৩ রা জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৮
০৩ রা জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৮
নীলপরি বলেছেন: আঁধারের শুন্যতায় চাঁদর বুনে,
প্রতীক্ষার নিভু আলো আজো জ্বেলে যাই দোড়গোঁড়ায়।
 
খুব ভালো লাগলো কথাগুলো । সাথে কবিতাটা ও ।
  ০৫ ই জুন, ২০১৬  সকাল ১০:৩১
০৫ ই জুন, ২০১৬  সকাল ১০:৩১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৬  বিকাল ৩:২৪
২৮ শে মে, ২০১৬  বিকাল ৩:২৪
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর কবিতা।