নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এক সানকী ভাত চাই

৩০ শে মে, ২০১৬ বিকাল ৫:২৩




এক সানকী ভাত চাই
কেউ আছেন, দেবেন?
সঙ্গে দুটি শুকনো পোড়া মরিচ,
তেলে ভাজা নয়, আগুনে পোড়া।

এক মুঠ আলো দেবেন ?
বিশুদ্ধ নিখাদ ঝলমলে আলো,
এল ই ডি বাল্বের আলো নয়,
নয়কো সোডিয়ামের ক্লান্ত আলো।
ফুট ফুটে জোস্না মাখা,
শিশির ছোঁয়া নরম ভেজা?

আমায় না হয় ভাতই দিন।
আমি ভাত দিয়ে শহীদ মিনার গড়বো,
কিংবা সফেদ সৃতির তাজমহল।
আলো আমার চাই না,
আঁধারে ঠিকি খুজে নেব ভাতের থালা।
আমাকে এক দলা সাদা ধবধবে
বকের পালক রাঙ্গা ভাত দিন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:




মানুষের বিচিত্র সব চাওয়া পাওয়া

৩১ শে মে, ২০১৬ সকাল ১০:০৪

রানার ব্লগ বলেছেন: আসলেই মানুষের চাওার কোন শেষ নেই ।

২| ৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ও দাদা, ভাত চাইলে ওরা মারবেনাতো?
কিংবা ওপাড়ার মিয়ার ব্যাটার মতো নিঁখোজ!

দাদা-- আমার না ভাত চাইতে ভীষন ভয় করে!
মরে যাবার চেয়ে না খেয়ে বেঁচে থাকাও বুঝি ভাল!

সত্যি বলছিস দাদা
একমুঠো খাবার চাইলে -তাদের বদনাম করছি ভেবে
ধরে নিয়ে যাব নাতো!
তুই বলছিস!
তবে আমিও চাইগো- এক সানকি ভাত, দেবে?

৩১ শে মে, ২০১৬ সকাল ১০:০৬

রানার ব্লগ বলেছেন: যা খুশি তাই করুক, আমার ভাত চাই, বড্ড ক্ষুধা, অন্তত বেঁচে থাকার জন্য এক সানকী ভাত, দিন না !! ??

৩| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

নীলপরি বলেছেন: অনেকের চাওয়া তো খুব সামান্যই । কিন্তু তারা কি পায় ?

কবিতা ভালো লাগলো ।++

০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৩০

রানার ব্লগ বলেছেন: ধ্য্যনবাদ, আসলেই পায় না, আর পায় না বলেই এতো হাহাকার ।

৪| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩২

কল্লোল পথিক বলেছেন: আমায় না হয় ভাতই দিন।
আমি ভাত দিয়ে শহীদ মিনার গড়বো,
কিংবা সফেদ সৃতির তাজমহল।
আলো আমার চাই না,
আঁধারে ঠিকি খুজে নেব ভাতের থালা।
আমাকে এক দলা সাদা ধবধবে
বকের পালক রাঙ্গা ভাত দিন।

অসাধারন হয়েছে।
কবিতায়+++++++++

১৪ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ++++ এর জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.