নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তুমি এবং তোমার

১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৬






তোমার দীর্ঘ কালো চুল,
মিছ মিছে কালো চুল
আমাকে ডুবিয়ে দেয় ঘোর অমাবস্যায়।

তোমার আয়ত চোখ,
দীঘির কালো জলের মত
শান্ত তিক্ষ চোখ,
আমাকে বিদীর্ণ করে দেয় শতবার।

তোমার আলিঙ্গন,
অস্থি গুড়িয়ে দেয়া আলিঙ্গন।
অজগরের মত সাপ্টে ধরছিল,
আমার চিৎকার মিলিয়ে যায় তোমার শীৎকারে।

তোমার সংখলিত আঁচল,
আমাকে টেনে নেয়
ফাঁসির আসামির মতো, তোমারি গহ্বরে।

তোমার নিশ্বাসের উষ্ণ ভাপ,
আমাকে বিষিয়ে দেয়
তপ্ত বিষের তীব্র ছোবলে।

ঠোঁটের কোনায় ঝুলে থাকা সেই হাসি,
যা কখনো মোনালিসাকেও হাঁর মানিয়ে দিত,
তা আজ হায়নার অট্টহাসির মত
বীভৎস, ভয়ংকর, ক্লান্তিকর।
আমাকে তাড়িয়ে ফেরে অবিরত।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৬

কল্লোল পথিক বলেছেন: তোমার নিশ্বাসের উষ্ণ ভাপ,
আমাকে বিষিয়ে দেয়
তপ্ত বিষের তীব্র ছোবলে।


চমৎকার কবিতা।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , কেমন আছেন !! ??

২| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৭

ব্লগ সার্চম্যান বলেছেন: তোমার নিশ্বাসের উষ্ণ ভাপ,
আমাকে বিষিয়ে দেয়
তপ্ত বিষের তীব্র ছোবলে।

অন্যরকম লাগল লাইনগুলো । শেয়ার করার জন্য ধন্যবাদ ।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, মাঝে মাঝে অন্যরকম কিছু দরকার নতুবা জীবন খানি পানসে লাগে বড্ড। ভালো থাকুন।

৩| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৮

ঘটক কাজী সাহেব বলেছেন: ঠোঁটের কোনায় ঝুলে থাকা সেই হাসি,
যা কখনো মোনালিসাকেও হাঁর মানিয়ে দিত,

তা আজ হায়নার অট্টহাসির মত
বীভৎস, ভয়ংকর, ক্লান্তিকর।
আমাকে তাড়িয়ে ফেরে অবিরত।

মোনালিসার ঠোট হেসেছিল, নাকি তার চোখ! যদি জানাতেন কবি। ভালো থাকুন সব সময়............

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৫

রানার ব্লগ বলেছেন:

দেখুন না কে হেসেছিল, আমার কিন্তু চোখের চেয়ে ঠোঁটে হাসি বেশি মায়াবী আর দুষ্টু লাগছে।

ধন্যবাদ, আপনিও ভালো থাকুন !!!

৪| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:০২

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: তোমার আলিঙ্গন,
অস্থি গুড়িয়ে দেয়া আলিঙ্গন।
অজগরের মত সাপ্টে ধরছিল,
আমার চিৎকার মিলিয়ে যায় তোমার শীৎকারে।

খুব ভাল লাগল .।।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন।

৫| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:০৮

অংকুর জেসফি বলেছেন: চমৎকার :)

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ B-)

৬| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৪

ঘটক কাজী সাহেব বলেছেন: হতে পারে এমন যে, তার হৃদয়ে ছিল অজস্র বছরের জমে থাকা কথা, যা কিনা ওই ঠোঁট বলতে পারেনি বলে তার চোখে ছিল সেই বলতে না পারার সুখ আর বেদনা মিশ্রিত হাসি! দেখুন তার এক চোখে হাসি, আর আরেক চোখে বেদনা; কণ্ঠনালীতে স্তব্দ হয়ে জমে থাকা ব্যথাদের প্রকাশ হয়তো বা ওই ঠোঁটে। সবাই হাসতে পারেনা কবি; ভালো থাকুন সব সময়...........................

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৫১

রানার ব্লগ বলেছেন: হতে পারে, এই রকম অসংখ্য হতে পারা নিয়ে আজো রহস্যময়ী হয়ে আছে মোনালিসা।

৭| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

নীলপরি বলেছেন: বাহ খুব সুন্দর হয়েছে কবিতা । ++

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.