নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষিত চাঁদ

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৩




এক দলা কালো কালি যেন
মেখে দিয়েছে আমার জানালায়।
ঘোর কালো অমাবস্যা আস্টেপিস্টে
জড়িয়ে আছে আমায়।

সেই কত যুগ ধরে চেয়ে আছি
পূর্ণ পূর্ণিমার প্রতীক্ষায়।
চাঁদ তার নিয়ম মাফিক প্রদিক্ষন
শেষ করে উঁকি দেবে আমার জানালায়।
ধবল আলোয় ভাসিয়ে দেবে
আমার উঠোন, জানাল, ঘরের মেঝে।

আলোর বাসর হবে বিছানা জুড়ে।
আনন্দ কেলীতে মেতে উঠবে,
বিস্ফোরিত হয়ে ছরিয়ে,
যাবে সারা ঘরময়।

তীব্র প্রশান্তিময় আলো আমাকে জড়িয়ে,
ধরে আট্টহাসিতে ফেটে পরবে,
অন্দ্রে অন্দ্রে ছরিয়ে যাবে আলোক বার্তা।
ইথারে ইথারে স্পন্দিত হবে আলোক ধারা।

আমার প্রতীক্ষিত চোখ,
দীর্ঘ প্রতীক্ষিত চোখ,
চেয়ে রয় অবিরাম,
এক ফোটা আলোর তৃষ্ণায়।
হাহাকার করে ফেরে আকাশ গঙ্গায়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৯

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার কবিতা।

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , ভালো আছেন ?

২| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: আমার প্রতীক্ষিত চোখ,
দীর্ঘ প্রতীক্ষিত চোখ,
চেয়ে রয় অবিরাম,
এক ফোটা আলোর তৃষ্ণায়।
হাহাকার করে ফেরে আকাশ গঙ্গায়


++++++

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনাকেও ++++

ভালো থাকবেন

৩| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২১

রানার ব্লগ বলেছেন: মোটামুটি লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ।


ভালো থাকুন ।

৪| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:




কবিতাটি মনের উপর একটা ছায়া ফেলে খুব অল্প সময়ের জন্য

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, ইন্টারনেটের এই যুগে আল্প সময়ই অনেক গাজী ভাই। ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.