নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ভালো আছো বন্ধু

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৫





ভালো আছো বন্ধু ?
কতো খানি ভালো আছো বলতো ?
এইযে আমি পরে আছি বধ্যভূমিতে
অস্তিত্বহীন এক ক্ষয়ে যাওয়া কঙ্কাল হয়ে,
সবুজ ঘাস যার বুকে মাথা তুলে আছে
সদম্ভে আসমান পানে, যার অক্ষিকোটরে
বাসা বেঁধেছে গঙ্গা ফড়িং।

ভালো আছো বন্ধু ?
তাকে ছারা, যার হাত ধরে বলেছিলে ভালবাসি।
যার চক্ষে দেখতে সমুদ্র পাড়ি দেয়ার এলমেল স্বপ্ন।
যার বক্ষ জুড়ে কেবল খুঁজতে উষ্ণতা।

ভালো আছো তো ?
হেরে যাবে বলে যাকে ফেলে এলে
খুজে না পাওয়ার দেশে , তাকে কি খুজেছ
কোন কালে কোন দিন কিংবা কোন সময়
ফেলে দেয়া অতীতকে মুঠো করে
হাওয়ায় উড়িয়ে দিলে অবলীলায়।
নির্লজ্জের মতো হেটে গেলে আমরই পাঁজর গড়া মেঠো পথে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

কল্লোল পথিক বলেছেন:




ভয়ংকর কবিতা!

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

রানার ব্লগ বলেছেন: দুঃখিত ভয় পাইয়ে দেয়ার জন্য B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.