নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
তোমার দীঘল কালো চুল যখন ছড়িয়ে দিলে
মেঘ জমল আকাশে।
মিষ্টি জোরাল হাওয়া এসে ঘুম পারিয়ে গেলো
তোমারি আঙ্গিনায়।
অশান্ত ঘূর্ণি হওয়া এসে উরিয়ে নিয়ে যায়
রাতের আকাশে।
দুরের তারার সোনালি রোশনায় তোমার উষ্ণতা ছুয়ে যায়
মরে যাওায়া ইন্দ্রিয় জেগে ওঠে তৃপ্তির কামনায়।
তোমার হৃদয় চেরা হাসি আমার
আধার ঘরে জোনাক হয়ে ওরে।
ক্ষয়ে যাওয়া দেয়ালের ফাঁক গলে
উঁকি মারে অবাক জোছনা।
ধুলয় ভরা মেঝেতে গড়াগড়ি খায়।
দুষ্টু আলোর ছটা।
তুমি রোজ মেঘ হয়ে নেমে আসো
আমার মনের আকাশে
বিদ্যুত ছটায় আলকিত হও
ভাসিয়ে দাও প্রবল বন্যায়
শক্ত হাতে আকড়ে ধরি তোমায়
ভেসে যাওার ভয়ে।
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনাকেও ++++
২| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৬
অরুনি মায়া অনু বলেছেন: ভাল লেগেছে
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য , ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +++