নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ও মেয়ে !!

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩




ও মেয়ে তোর নাম কি রে
আমার নাম ? সে মা জানে।
কেন তুই জানিস না ?
কি নামে ডাকে সবাই?
সুধিয়ে ছিলেম তারে, হেসে কয় কলমিলতা।

সবুজ ডগার মতোই তার রং
মুখে নেই কোন লাবণ্য তবুও
মায়ার সাগর দুলে ওঠে তার দুচোখে।

ও মেয়ে আমার সঙ্গে যাবি?
আমার সঙ্গে ভাব পাতাবি?
আমরা দুজন ঘাসের ডগায়
শিশির ধরে মাখবো মুখে।
ঘর পাতবো পাতার ঝারে
খুনসুটিতে কাটিয়ে দেব নিত্য প্রহর
শ্যামা পায়ে আবির মেখে খিল খিলিয়ে হাসবো দুজন
যাবি আমার সঙ্গে, আদর দেবো, সোহাগ দেবো ?

বাঁকা ঠোঁটে কইল হেসে
কি দেবে আমায়?
দু হাত ভরা চুড়ি দেবে ?
নাক ফুল খানা গড়িয়ে দেবে?
পাঁট ভাঙা সবুজ জমিন শাড়ি দেবে?
চাই না ওসব, ও তো সক্কলেই দেয়।
তুমি বল কি দেবে আমায়?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কঠিন প্রশ্ন। সহজ উত্তর।

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৬

রানার ব্লগ বলেছেন: সহজ হয়তো !!

ধন্যবাদ।

২| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


সব মেয়েই ষুন্দরী হয়, সব মেয়েই ভালোবাসে, এটাই প্রকৃতির নিয়ম

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪০

রানার ব্লগ বলেছেন: সেটাই কার এমন সাহস আছে প্রকৃতিকে করে অবহেলা । নিয়মের বাহিরে কিছুই না।

ধন্যবাদ !!

৩| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৫

নীলপরি বলেছেন: বাহ খুব সুন্দর ।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৫

রোদেলা বলেছেন: এতো প্রশ্ন, উত্তর খুঁজে না পাই। প্রশ্নে প্রশ্নে ভালোলাগা।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৭

রানার ব্লগ বলেছেন: ভালো লাগা উত্তর উত্তর বৃদ্ধি পাক।

ধন্যবাদ।

৫| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৩

অরুনি মায়া অনু বলেছেন: নিশ্চিত সে শুধু ভালবাসাই চেয়েছিল

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩

রানার ব্লগ বলেছেন: জি ওটাই তার চাওয়া

ধন্যবাদ।

৬| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ২:২৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দারুন লিখেছেন !

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.