নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আবার যখন জন্ম হবো,
তখন না হয় জন্ম নেব মানুষ হয়ে।
এই বেলাতে না হয় রইলাম
বন্য দস্যু পশু হয়ে।
নতুন জন্মে প্রেমিক হবো।
এই যাত্রায় দস্যু হয়ে তোমায়
না হয় করলাম চুরি
পরের বার ঠিক জেন,
হবোই হবো পাখি।
রোজ সকালে মিষ্টি আলোয়
মেলবে যখন আঁখি,
দেখবে তখন লেজ ঝুলিয়ে
ডাকছি তোমায় মিষ্টি সুরে,
এই বেলাতে না হয়ে হলাম
রয়ে তোমার ঘড়ের টিকটিকি।
আবার যখন জন্ম নেব।
নিত্য হবে প্রেমের আলাপ।
আজকে না হয় দিলাম আড়ি,
আর যাব না তোমার বাড়ি,
তোমার খোলা জানালায় রোজ
আঁখি মেলে রইব চেয়ে
পরের জন্মে ভোর হবে,
হালকা মেঘের পালক খানি
তোমার মুখে ছুয়ে দেব।
জোনাক জলা রাত হবো,
রইবে যখন তুমি চেয়ে,
অবাক হয়ে নিস্পলকে,
আমি তখন জ্যোৎস্না হয়ে,
তোমার তনু ছুয়ে দেব।
০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!
২| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮
হাতুড়ে লেখক বলেছেন: ভাল্লাগে নাই।
০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪০
রানার ব্লগ বলেছেন: ভালো না লাগার জন্য ধন্যবাদ !! পরবর্তীতে ভালো লাগার মতো কিছু একটা অবশ্যই করবো।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯
নীলপরি বলেছেন: ভালো লেগেছে । কিন্তু টিকটিকি ?
০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!! বলুনতো আপনার ঘরে একান্ত আপনার কক্ষে কে সবথেকে বেশি আপনার কাছাকাছি থাকে , দেয়ালের কোনে চুপটি করে।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
সুমন কর বলেছেন: কেমন আছেন? ভালো হয়েছে।
০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
রানার ব্লগ বলেছেন: জি ভালো আছি, আপনি কেমন আছেন, ধন্যবাদ, মনে রেখেছেন বলে।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো