নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
শহর ছেড়ে কোন এক সন্ধায়,
চেয়ে থাকি প্রতীক্ষায়।
তোমারি পথ চেয়ে।
আধারের কানে কানে পৌছে যায়
তোমার আসার খবর।
হাওায় তার দুলকি চালে নারিয়ে দিয়ে গেলো
বাগান বিলাসির ঝাড়টাকে।
গন্ধরাজ তার শেষ ফুল টি নৈবদ্য রেখে যায়
তোমারই খোলা জানালায়।
মেঘেরা ঢেকে দেয় আকাশের সব আলো
আধার নেমে আসে চরাচরে।
তুমি আসবে বলে সময় থেমে যায়।
ঘড়ির কাটা তার নিত্যদিনের দায়িত্ব ফেলে
উৎসুক দৃষ্টি ফেলে দরজায়।
তুমি আসবে বলে থেমে যায় ঝর।
সাত নম্বর মহা বিপদ সংকেত নিয়ে যে ঝর ছুটে এসেছিল
সব কিছু লুটে নেয়ার জন্য সেই ঝর,
সেই মরন ত্রাসি ঝর থেমে যায়।
আবহাওয়া অধিদপ্তর অবাক চেয়ে থাকে
থমকে যাওয়া ঝরের দিকে।
সকল নিয়ম ভুলে খুলে যায় অনিয়মের পাল্লা।
বিপুল বিক্রমে ঝাপিয়ে পরা ঢেউ আর ফিরে যায় না সমুদ্রের বুক।
তুমি আসবে, তোমার ছায়া এসে থেমে যাবে আমার দোরে
আমার কল্পনার আরশিতে টোকা দিয়ে যাবে
রেখে যাবে শরতের স্নিগ্ধ শীতল পরশ।
তুমি আসবে তাই আমি আজো চেয়ে দেখি
জানালার ফাক গলে আকাশের চাঁদটাকে।
নির্লজ্জ বেহায়া হিংসুটে চাঁদ জেগে রয় তোমারি প্রতীক্ষায়।
১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! সাদা ভাই !!!
২| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪
কানিজ রিনা বলেছেন: পবিত্র প্রেম প্রতিক্ষার স্বর্গীয় আলোক রোশ্বী
ছুটে আসুক প্রেমে পরম মিলাতে।
১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১২
রানার ব্লগ বলেছেন: কানিজ আপনাকে ধন্যবাদ !!!
৩| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: প্রতীক্ষা শেষ হোক!
১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৬
রানার ব্লগ বলেছেন: প্রতীক্ষার প্রহর সবসময় দীর্ঘ, ধন্যবাদ!!
৪| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৩
অরুনি মায়া অনু বলেছেন: প্রতিক্ষার অবসান হোক। প্রিয়া ফিরে আসুক কবির নীড়ে।
১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
রানার ব্লগ বলেছেন: না আসাই ভালো, একা আমি বড্ড ভাল আছি।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
চাঁদগাজী বলেছেন:
নৈসর্গিক, প্রকৃতির সুখাবেশ
২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: মনের আকুতি মাখা প্রিয়ার ফিরে আসার প্রতিক্ষায় কাটানো সময়ের কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।