নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
এইতো জীবন, ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুল
বারবার ফিরে আসা, ফিরে আসে
খুঁড়ে খুঁড়ে দেখবার লাগি
জীবনের কি আর কিছু আছে বাঁকি
আর কতোটুকু স্বপ্ন আছে, আছে ভালবাসা।
কতোখানি খুঁড়ে নিলে হৃদয় হবে রক্ত ক্ষরন।
এইতো জীবন, যেখানে সূর্য ওঠে অনাহারের সাইরেন বাজিয়ে
অস্ত যায় অর্ধাহারের দুঃস্বপ্নের প্রবল চাপে।
ক্লান্ত প্রান ধুকে ধুকে পরে রয় আস্তাকুরে।
নেশার আড়ালে ঢাকা পরে রয় তিব্র ক্ষুধা।
নিরলিপ্ত ঘোলাটে আঁখি নিস্পলকিত উর্ধপানে।
যেথায় নীল দিগন্ত তার স্বাভাবিকতা ভুলে গিয়ে ঝুলে রয় অসম্পূর্ণতায়।
ছুটন্ত শার্শিতে ঠোক্কর দিয়ে খুড়ে আনা
এক মুঠ আদারে মিশে থাকে তৃপ্তির হাসি।
এইতো জীবন, সাদা কাফনে মোড়া অতৃপ্ত কোন দেহ।
কিছুটা আগে যে ছিল উষ্ণ ধারার বাহক,
কিছুটা আগে যার চোখে ছিল স্বপ্নের ফল্গুধারা।
কখনো ছিলেন জনক কিংবা বোনের সহোধর।
এইতো জীবন, যেখানে জীবন মানে মুছে যাওয়া।
জীবন মানে গভির ক্ষতকে ক্ষত বিক্ষত করে
নির্লিপ্ত পরিহাসের উল্যাশে ফেটে পরা।
জীবন মানে স্বপ্নের গলা টিপে দুঃস্বপ্নকে আঁকড়ে ধরা।
জীবন মানে তোমার আমার সংগোপনে
ভালবাসার মুখুস পরে আদর মাখা রাত্রি যাপন।
২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২
রানার ব্লগ বলেছেন: জীবন মানে ক্লান্তিকর এক নিরামিষ বোঝা টানা, তারপরও আমরা জীবন ভালবাসি।
২| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: কাছ থেকে দেখা হৃদয় দিয়ে অনুভভ করা জীবন প্রতিচ্ছবি!
মুখোশের আগালেই রয়ে গেল জীবন জীবন ভর!
+++++++++++++
২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১
রানার ব্লগ বলেছেন: +++++++ আপনাকে ও !!!! ধন্যবাদ ।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০১
সুমন কর বলেছেন: টাইপে সচেতন হতে হবে।
২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , সচেতন হবো !!! বানান নিয়া বহুত চিপা কলে আছি।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০২
ভ্রমরের ডানা বলেছেন:
গুল<গুলো, ক্ষরন < ক্ষরণ এভাবেই, তীব্র, নির্লিপ্ত, আরো অনেক টাইপো আছে। বানানে মনযোগ দিন।
কবিতার ভাব ভাল লেগেছে। প্লাস+
২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! চোর ধরার এক খানা উপায় !!! আসল জায়গায় বানান ঠিক রেখেছি। ধন্যবাদ।
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
মানুষের জীবন যা হওয়ার কথা, মানুষ যা স্বপ্ন দেখে, তা হচ্ছে না; নতুনভাবে চেস্টা করতে হবে; কবিতায় শক্তিশালী বক্তব্য আছে।
১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
জীবন মানে যন্ত্রণা