|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

থামো, এখানেই থেমে যাও। 
আর এক পা বারালেই তুমি 
মাড়িয়ে দেবে শহিদের বুক।
আর এক পা বাড়ালেই রঞ্জিত হবে
তোমার পদ যুগল।
থোক থোক জমে যাওয়া রক্ত 
শুকিয়ে আছে তাজা ঘাসের ডগায়
থেমে যাও পথিক, থামো তুমি। 
হাজার লাশের গলিত উর্বরতায়
সুজলা সুফলা জন্মভূমি। 
তরতরিয়ে লতিয়ে ওঠে 
অচেনা বুন গুল্ম। 
বুকের গভীরে ছড়িয়ে দেয় তীক্ষ্ন শিকড়
শুষে নেয় তাজা উষ্ণ রক্ত। 
আমারি হাতে আমারি ঝান্ডা 
খন্ডিত হয় ক্ষুধার্ত হিংস্রতায়
লেলিহান লোভ চেটে চেটে গিলে ফেলে
রক্ত মাখা সবুজ গালিচা 
পথিক তুমি ঘৃনা ভরে প্রত্যাখ্যান করো 
ফিরে যাও, ফিরে যাও এই রাবনের সাম্রাজ্য ছেড়ে।
যদিওবা আসো ফিরে এই পুড়ে যাওয়া প্রান্তরে
দুটি ফুল এনো, ছড়িয়ে দিয়ো সীমানা জুড়ে।
আঁখি হতে দুফোটা জল, বইয়ে দিয়ে শীর্ণ নদীর ধারায়।
কান পেতো দেশ জুড়ে ছেয়ে থাকা লক্ষ সমাধিতে 
যদি শোন দীর্ঘশ্বাস, বুলিয়ে দিয়ে হাত খানি পরম মমতায়।  
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:২১
১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:২১
রানার ব্লগ বলেছেন: ঠিকি বলেছেন এই গর্ব আমাদের, কারো পক্ষে সম্ভব না এই গর্বকে আমাদের কাছে থেকে কেড়ে নেয়ার। ধন্যবাদ।
২|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:০২
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:০২
কানিজ ফাতেমা বলেছেন: //দুটি ফুল এনো, ছড়িয়ে দিয়ো সীমানা জুড়ে।
আঁখি হতে দুফোটা জল, বইয়ে দিয়ে শীর্ণ নদীর ধারায়।//
কান পেতো দেশ জুড়ে ছেয়ে থাকা লক্ষ সমাধিতে 
যদি শোন দীর্ঘশ্বাস, বুলিয়ে দিয়ে হাত খানি পরম মমতায়। //
অপার মুগ্ধতা !
শুভ কামনা ।
  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৪৪
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৪৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা
৩|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:০৯
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:০৯
ধ্রুবক আলো বলেছেন: যদিওবা আসো ফিরে এই পুড়ে যাওয়া প্রান্তরে
দুটি ফুল এনো, ছড়িয়ে দিয়ো সীমানা জুড়ে।
আঁখি হতে দুফোটা জল, বইয়ে দিয়ে শীর্ণ নদীর ধারায়।
কান পেতো দেশ জুড়ে ছেয়ে থাকা লক্ষ সমাধিতে 
যদি শোন দীর্ঘশ্বাস, বুলিয়ে দিয়ে হাত খানি পরম মমতায়।
+++ 
মুগ্ধকর কবিতা,  খুব ভালো লাগলো... 
শুভ কামনা রইলো...
  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৪৫
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৪৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , আপনাদের মন্তব্য আমাকে প্রেরনা যোগায়। সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
৪|  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:১১
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:১১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। সকল বুদ্ধিজীবী'র প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো।
  ১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৪৬
১৪ ই ডিসেম্বর, ২০১৬  দুপুর ১২:৪৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! ভালো আছেন !!! ????
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:১৭
১৪ ই ডিসেম্বর, ২০১৬  সকাল ১১:১৭
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে । এই যুদ্ধ আমাদের, এই গর্ব আমাদের ।