|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
 
 
এক মুঠো আলো আছে 
কেউ কি নিবেন কিংবা কিনবেন ? 
যেমন তেমন আলো নয়,  
হারিকিনের টিমটিমে আলো নয়, 
আতস বাতির চোখ ঝলসানো ঝলমলে আলো নয়,  
কিংবা বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিশ্রুত আলোও নয়। 
বিশুদ্ধ খাটি জ্বল জ্বলে নির্ভেজাল জোনাকির আলো। 
কেউ কি নিবেন কিংবা কিনবেন? 
এই আলো স্বপ্নে পাওয়া বা বুজরুকি আধ্যাত্মিক আলো নয়, 
এই আলতে জ্বর সারে না, স্বপ্ন জনিত সমস্যা কাটে না, 
কিংবা কাশি, বাতের ব্যথা তাও সারে না। 
ভাঙা প্রেমও জোড়া লাগে না।  
এমন নির্দোষ নির্ভেজাল আলো আছে আমার কাছে।
কেউ নিবেন কিংবা কিনবেন কি? 
আমার আলো আপনাকে হয়তো আলোকিত করবে না
হয়তো মন ভরিয়ে দেবে না, হয়তো ঘরের কোনে 
মোমবাতি হয়ে জ্বলবে না। তবুওতো এক মুঠো আলোর 
মালিকানা স্বত্ব পেলেন। বানিজ্যিকরনের এই যুগে 
মালিকনা স্বত্ব থাকা বড্ড জরুরি। 
তো নেবেন নাকি এক মুঠো আলো?
 ৬ টি
    	৬ টি    	 +২/-০
    	+২/-০  ০৭ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:০২
০৭ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:০২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ। আপনার প্রতিও শুভ কামনা রইলো।
২|  ০৭ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৫৯
০৭ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৫৯
সামিয়া বলেছেন: সুন্দর
  ০৭ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:০২
০৭ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:০২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ সামিয়া, ভালো থাকবেন।
৩|  ০৭ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:৪২
০৭ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:৪২
কবীর বলেছেন: 
বিনামূল্যে হলে নিতে পারি ।  
 
খুব সুন্দর লিখেছেন +
  ০৭ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:০৮
০৭ ই জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:০৮
রানার ব্লগ বলেছেন: নিন না !!! নিয়ে যান, মূল্য না হয় নাই দিলেন !!!!! ধন্যবাদ !!!
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৫৭
০৭ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ২:৫৭
কবীর হুমায়ূন বলেছেন: এক মুঠো আলো চাই, এক ফালি প্রেম;
এই কথা কবিতায় জানিয়ে গেলেম।
ভালো হয়েছে কবিতা। শুভ কামনা।