নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

শান্ত মধুপুরে

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২




সর্ষে ক্ষতের ধারে
দেখেছিনু তারে
আলতা পায়ে নুপুর
উদাস শুন্য দুপুর
ক্ষেত পেরিয়া দূর
যেথায় বাশির সুর
আসছে ভেসে হাওায়
প্রিয়ার পথ চাওায়
করুন রাগের তালে
অচিন গাছের ডালে
দুলছে কোকিল সুরে
শান্ত মধুপুরে
আকাশ যেথায় নীল
ছুয়ে শালিক বিল
মাঝে সবুজ রেখা
জাদুর তুলিতে আঁকা
আঁকা বাকা পথ চলা
দিগন্তের ছলাকলা
ধুলর মেঘে ভেসে
পাখা ছড়িয়ে হাঁসে
আপন বাসার টানে
ছোটে আকুল প্রানে
ছেলের দলে ছোটে
জবা রাঙ্গা ঠোঁটে
তাড়িয়ে ধেনু দলে
যখন সূর্যি পরে ঢলে
আধার নামার আগে
ললিত সন্ধ্যারাগে
সন্ধ্যা বাতি জ্বেলে
দুষ্টু গাঁয়ের ছেলে
ছুটছে পথের দিশায়
পথ হারানোর নেশায়

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

ধ্রুবক আলো বলেছেন: বাহ্!! খুব সুন্দর লিখেছেন,..

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

রবিউল ইসলাম রক্সী বলেছেন: অনেক ভাল লাগল ভাই

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন ।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা আর ছবিতায় মুগ্ধ আমি

২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!!!

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন:

২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

রানার ব্লগ বলেছেন: চা এর জন্য ধন্যবাদ !!! আপনারো চা এর দাওয়াত রইলো।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


মন-ভুলানো কিশোরীরা প্রকৃতিকে সাজিয়ে তুলে নিজের অস্তিত্ব দিয়ে, আর কবিদের মনে রাখে যায় পদচিহ্ন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

রানার ব্লগ বলেছেন: বাহ , এই পর্যন্ত পাওয়া সবথেকে ভালো মন্তব্য। থন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.