নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

খুজনা আমায়

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

ব্যাপারটা এই যে আমি আর তোমাতে নেই ।
হাজার মানুষের ভিড়ে যখন আমার অবয়ব খুঁজতে যাও
কীট পতঙ্গের মতো ঝাপিয়ে পড়ে
হাজারো দৃষ্টি তোমারি দৃষ্টি সীমানায়।
আমার অবয়ব দৃষ্টির আঁচরে আঁকতে গিয়ে
অজস্র জলরাশি ভিজিয়ে দেয় ড্রইং এর খাতা

আমাকে তুমি জলেও পাবে না স্থলেও পাবে না
খুজনা আসমানে ওখানে আমি সূর্যের ন্যায় প্রজলিত নই
কিংবা তারার মতো সৃতির সীমানায় বসে
তোমার ভাবনার খোরাক যোগাচ্ছি না।

হাঁসের ডানায় কিংবা জলের তরঙ্গে খুঁজতে যেওনা
হয়তো এক মুঠো সফেদ হাঁসের পালক
কিংবা তরঙ্গায়িত মিষ্টি জলের শীতল পরশ তোমায় খানিক
আবেশিত করে রাখবে, মোহনিয় মাতলামিতে হয়তো
অবুজের মতো আলিঙ্গনের উষ্ণতা খুজবে, ভাববে বুঝি এলাম তোমার দারে
যেন সে আমি নই, নয় আমার প্রতিফলিত ছায়া।
আমি ছিলাম না কখনই, কোন কালেও আমি ছিলাম না।
ছিলাম না যুগের আবর্তেও। আমি নিরাকার নই,
নই আমি আকারের আঁচরে অংকিত।

ভোরের আকাশের তারায় খুঁজতে যেওনা
এক রাশ হতাশার শীতল চাঁদর কুয়াশার আদলে
কাফন মোড়কে মুড়ে দেবে তোমায়
রোদ্দুরে খুঁজতে যেওনা, জলন্ত তৃষিত সূর্য
তোমার পেলব মসৃণ শরীর শুষে নেবে
শীতল ছায়ায় খুজনা, আঁধারের শিতলতা তোমায়
বিলোপ করে নেবে নির্দ্বিধায়।

আমায় তুমি খুজনা, না খোঁজার অভিনয়ে
তির্যক চাউনিতেও নয়। প্রতিবিম্বের আলতেও নয়।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৫

তারেক ফাহিম বলেছেন: অনেক ভাল লাগল ভাই কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হলাম.

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.