|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

ফাগুন এলো গুনগুনিয়ে
ফুল পাখির গান শুনিয়ে।  
ভাত শালিকের ঐকাতানে
লাগলো আগুন ফাগুন প্রানে।  
শির শিরিয়ে হিম বাতাসে  
পাল তুলে মেঘ ছোটে আকাশে। 
সবুজ পাতায় আড়মুড়িয়ে 
উঠছে জেগে ঘুম ভাঙ্গিয়ে। 
ফাগুন আগুন সুর ও গানে 
খুকির মিষ্টি নূপুর নিক্কনে । 
মাতিয়া উঠিল জগত জননী 
মোহনিয় সাজে সাজিল ধরণী । 
উচ্ছল সব ছেলের দলে
লুটিয়া পরে নানান ছলে । 
হাস্য ভরা কৌতকে সব 
নিমন্ত্রণে ফাগুনের উৎসব।
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭  দুপুর ২:২৬
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭  দুপুর ২:২৬
রানার ব্লগ বলেছেন: ফাগুন এসে ভাসিয়ে নিক আপনাকে। ধন্যবাদ ।
২|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৫:০৫
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন: 
ছন্দময়, ভালো
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৩
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৩
রানার ব্লগ বলেছেন: ছন্দময় হয়ে ওঠার চেস্টায় আছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭  দুপুর ২:২০
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭  দুপুর ২:২০
নিয়াজ সুমন বলেছেন: ফাগুনের বন্দনায়
হয়েছি আনমনা।