নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তুমি ছিলে বোলেই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬



তুমি সঙ্গ দিয়েছ বলেই
রাত এত আলোকময়
চাঁদের এত্ত রুপ

তুমি সঙ্গ দিয়েছ বলেই
জোছনা নেমে এলো আমার দুয়ারে
কাদালো হাসালো ভাসালো
ক্লান্তিময় বিছানায় ছড়িয়ে দিল আলো।

তুমি সঙ্গ দিয়েছ বলেই মেঘ আজ আমার অতিথি
কিছু মেঘ আমি মুখে মেখে হয়ে যাব বৈরাগ্য

তুমি ছিলে বলেই তারায় তারায়
কানা কানি করে, হিংসুটে হয় চন্দ্রিমা
আকাশ নুয়ে পরে তেপান্তরের কোলে

তুমি ছিলে বলেই ডেকে ওঠে ককিল
বসন্তের বাহানায়।
তুমি ছিলে বলেই শিমুল এত লাল
জবার বুক চিড়ে চুইয়ে পড়ে রক্তের ধাঁরা

তুমি ছিলে বলেই আমি ছিলাম, আমরা ছিলাম।
তোমার সঙ্গ আমায় মাতাল করে
প্রহরে প্রহরে রাত জাগা লক্ষি প্যাঁচার ন্যায়
জেগে উঠি তোমারি ধ্যানের প্রতিকৃয়ায়।



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫১

বিজন রয় বলেছেন: তুমি ছিলে বোলেই। নিচে সব জায়গাতে বলেই লিখেছেন? বলেই সঠিক।

অনেক বানান ঠিক করতে হবে যে!

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

কানিজ রিনা বলেছেন: তুমিছিলেবলেইআমিশৃগালহিহিহি।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: ভালো লাগেনি।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


যাক, পুরো ব্লগে একজন সুখী কবি পাওয়া গেলো! বাকীরা হারানোর বেদনায় নীলকন্ঠ হয়ে গেছেন।

৫| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪০

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.