নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
জানালার কাঁচ গলে মিহি পায়ে
শার্শির গন্ডি পেরিয়ে, তক্ষকের চালে
গড়িয়ে এসে, হলুদ আভা ছড়িয়ে, বিছানার ছায়া
ছুয়ে যাওয়ার ভয়ে পালিয়ে যাওয়া আলোর শপথ
করে বলছি ভালোবাসি তোমায়।
মুগ্ধ আকাশ নীলের গায়ে আস্তমিত রক্তিম
আলোয় আলোকিত হওয়ার তিব্র অনিচ্ছার
বহিপ্রকাশিত ম্রিয়মাণ আলোক গোলককে
টেনে ধরে আধারের বুকে তিব্র রঙ্গের ছটা
ছড়িয়ে দেয়া রবি নামক চিরন্তন মজুরের
ঝলসে যাওয়া কামনার শীৎকারে
বলছি, ভালবাসি ভালবাসি।
দক্ষিনা হওয়া ঘূর্ণি তালে যেমন ঝাপটে
ধরে গাছে পাতারে, প্রচন্ড ঝাঁপটায়
নাড়িয়ে দিয়ে যায় শিকর সমেত।
বাতাসের কোলে রেশমি আদরে
গড়িয়ে পরে ঝরা পাতা। ঠিক তেমনি
আহ্লাদিত আমার প্রেম গড়িয়ে পরে
তোমার রাঙ্গা পায়ে।
০১ লা মে, ২০১৭ দুপুর ১:০৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!
২| ০১ লা মে, ২০১৭ দুপুর ১:০৪
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো
০১ লা মে, ২০১৭ দুপুর ১:১০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আলো ভাই।
৩| ০১ লা মে, ২০১৭ বিকাল ৪:১১
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
শুভকামনা ।
০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! আপনার প্রতিও রইল শুভকামনা।
৪| ০১ লা মে, ২০১৭ বিকাল ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
কেন এতভাবে বলতে হচ্ছে, হৃদয়ে কিছু নেই?
০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
রানার ব্লগ বলেছেন: নারী !! বড্ড অভিমানী, শুধু হৃদয়ের কথা শুনে সন্তুষ্ট না।
৫| ০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
" নারী !! বড্ড অভিমানী, শুধু হৃদয়ের কথা শুনে সন্তুষ্ট না। "
-যারা হৃদয়কে অনুভব করে না, সেগুলো উড়ন্ত পাখী; শেষ বসার মতো ডাল খুঁজে পায় না
০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
রানার ব্লগ বলেছেন: হুম আপনার এই কথার সাথে একমত। ধন্যবাদ।
৬| ০১ লা মে, ২০১৭ রাত ১১:০০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা +
০১ লা মে, ২০১৭ রাত ১১:৩৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!
৭| ০১ লা মে, ২০১৭ রাত ১১:২৬
তোমার জন্য মিনতি বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো ++++
০১ লা মে, ২০১৭ রাত ১১:৩৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৭ দুপুর ১২:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +