নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসায় অরুচি

১৫ ই মে, ২০১৭ দুপুর ১:২৪




যাকে ভালোবাসা যায় তাকে
বৈষয়িক বাধনে বাধা যায় না
তেল নুনের হিসেব টানতে টানতে
ভালবাসা চিংড়ির দরের মতো ওঠা নামা করে।

প্রেমিকার চোখের টলটলে জল
বাষ্পায়িত করে প্রেমিকের হৃদয়
লেজ কাটা পুরুষের কাছে
কুমিরের মাতৃ শোঁক ছারা অন্য কিছু গণ্যই হয়না।

বিবাহিতদের প্রেমে পরতে নেই
নিষ্পেষিত, রুক্ষ পুরুষ শুধুই জানে
কেজিতে কত উদর পূর্তি হবে এরি হিসেব।
সস্তায় বাজারের খরচা বাচানর পূর্ণ তাগিদে
বিবশ থাকে পুরুষ, ভালবাসায় নয়।

প্রেমিক হতে হলে নষ্ট কবি হতে হবে
বিবাহিত পুরুষ নয়।
তারা তাদের শরিলে টেনে যায় ক্লন্তির বোঝা, ভালবাসা নয়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছে, ভালো হয়েছে। মুগ্ধতা জানাই।

ভাই, কবিদের প্রতি এত বিদ্বেষানল কেন বুঝলাম না!

শুভ হোক প্রতিক্ষণ।

১৫ ই মে, ২০১৭ দুপুর ২:১১

রানার ব্লগ বলেছেন: কবিদের প্রতি কোন বিদ্বেষ নাই।

ধন্যবাদ !!!!

২| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:১১

কল্লোল পথিক বলেছেন:


বাহ!বেশ হয়েছে

১৫ ই মে, ২০১৭ দুপুর ২:১৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৩| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, রাগ হইয়েন না।

প্রেমিক হতে হলে নষ্ট কবি হতে হবে
বিবাহিত পুরুষ নয়।
" প্রেমিক হতে হলে নষ্ট কেন হতে হবে সেটাই বুঝিনি ভাই।

শুভকামনা রইল।

১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:২৪

রানার ব্লগ বলেছেন: নষ্ট মানি পচে যাওায়া না। নষ্ট বলতে আমি বুঝিয়েছি সমাজ ছারা যারা সাধারন সামাজিকতা মেনে চলেন না তাদের সমজ নষ্ট বলেন। আর আপনি যদি সেই রকম প্রেম করতে চান সমাজের সকল ভালো মন্দের উপরে উঠে তারপর প্রেম করতে হবে। যা সমাজ মেনে নেয় না। এইটাই বুঝিয়েছি নষ্ট অর্থে।

৪| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৪:০৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো

১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

৫| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ ভালোবাসা আসে কৈশোরে, সেটা স্বর্গে চলে যায় পরে।

১৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৭

রানার ব্লগ বলেছেন: কৈশোরের ভালোবাসা অপ্রতিম !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.