|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
 
 
এসো হে নবধারায়,  
এসো হে নবপ্রানে,  
এসো হে সুরভিত ফাল্গুনে,  
এসো মোর বেদনার গানে। 
শরতের আকাশ জুরে 
কাশ ফুলের ডানায় উড়ে। 
এসো মোর শির্ন দ্বারে 
আবির মুঠোয়, রাঙ্গিয়ে দেয়ার ছলে। 
বরষার নূপুর পায়ে, 
ঝম ঝমিয়ে রাঙ্গা 
দিঘির কোলটি ঘেঁসে।  
এসো মোর কদম তলে 
হাজার ফুলের গন্ধ মেখে। 
বসন্তেরি আগমনী সবুজ দলে
ককিলেরি মধুর সুরের বীণার তালে। 
এসো গো ছাতিম ডালে,
হাওয়ায় দুলে।
বাতাসে গুন গুনিয়ে যায়।
পাখিরা সুর শুনিয়ে যায়।
আলোরা ঘুম ভাঙিয়ে যায়।
এসো গো আজ প্রভাতে 
আরুন রাঙা তোড়ন দ্বারে।
তোমাকে সাজাবে বলে 
আজ সেজেছে ফুলের দলে।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ২৬ শে মে, ২০১৭  দুপুর ১:২৪
২৬ শে মে, ২০১৭  দুপুর ১:২৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! চেষ্টা থাকে ভালো কিছু লেখার, হয় আবার হয় না ।
২|  ২৬ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৬
২৬ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৬
চাঁদগাজী বলেছেন: 
বনে ফুল ফুটবে, আকাশে তারা উঠবে, কুহু গাইবে, তাতে আপনার কি অবদান থাকছে যে, কেহ আসবে?
  ২৬ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৪
২৬ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৪
রানার ব্লগ বলেছেন: আমি হলাম সমন্বয়কারী , আর এটাই তার অবদান।
৩|  ২৬ শে মে, ২০১৭  রাত ১১:৫৩
২৬ শে মে, ২০১৭  রাত ১১:৫৩
জুনিয়ার ব্লগার বলেছেন: 
সুন্দর কবিতা
  ২৭ শে মে, ২০১৭  সকাল ৮:৪৮
২৭ শে মে, ২০১৭  সকাল ৮:৪৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!!
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৭  সকাল ১১:৪৯
২৬ শে মে, ২০১৭  সকাল ১১:৪৯
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর কবিতা।