নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যা মালতী

০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:১০







ভেবনা পথ হারাবো, একা এখন আমি বেশ চলতে পারি
তুমি নেই বলে এখন আর সন্ধ্যা মালতী গন্ধ হয়ত পাই না
তবে প্রতিদিন নিয়ম করে ঠিকি গাছটার পাশে গিয়ে দাড়াই
হাত বুলিয়ে অনুভব করতে চেষ্টা করি পাতার উষ্ণতা।
প্রতি ভোরে এখনো আমি হেটে যাই কুয়াসা ভেজা পিচ ঢালা পথে
রাস্তা পার হতে কস্ট হয় না, কেউ না কেউ এসে হাত ধরে ঠিকি নিয়ে যায় ওপারে।
ওপারে, প্রতিদিনি ভাবি আমিও যাব ওপারে, কি আছে সেথায়?

ভাবছ আমায় বুঝি খুব জব্দ করলে
একা এমন হতশ্রী জীবনে আমায় ফেলে পালিয়ে গিয়ে।
জব্দ আমি হইনি মোটে, দিশা মেপে ঠিকি আমি দরজার ওপারে যেতে পারি,
ঠোক্কর খাইনা আর, অকারনে পায়ের নখ উলটে বসেও থাকি না
হাতের ছড়িটা ঠিকি খুজে পাই।

মিঠুটা বড্ডো বোকা, রোজ তোমায় ডাকে, মালতী, মালতী।
ওকে এত্ত করে বলি তোর মালতি পালিয়েছে।
বুঝতে চায় না কিছুতে, আমায় কড়া করে শাসন করে ডাকতে বসে, মালতি, মালতি।
একদিন দেখি আমিও ডাকছি, মালতী, মালতী।
মিঠুটা বড্ড একা তাই ওকে সঙ্গ দিচ্ছি।
আমি আর মিঠু দুজনি ডেকে যাই, মালতী, মালতী।



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:২৭

কাব্য রসিক বলেছেন: বাহ!! B:-) অসাধারণ.....

০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৩০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

২| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৩

লেখোয়াড়. বলেছেন: সুন্দর।

০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

৩| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

০৫ ই জুন, ২০১৭ দুপুর ২:২৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!! আজ কে বাংলাদেশ জিতবে , কি বলেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.