নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

সমাপ্তির সীমানায়

২১ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৪




ঘষটে যাওয়া সবুজ নোনা ধরা দেয়ালে
ঝুর ঝুরিয়ে খসে পরা পলেস্তার
বিধ্বস্ত ছাদের ক্ষয়ে যাওয়া কঙ্কাল
হুমকি দেয় ভেঙ্গে পরার
ক্ষয়ে যাওয়া জানালার শিকের ফাঁক গলে
হিম বাতাস কাঁপিয়ে দেয় অস্তিত্ব।

কুয়াশায় ঢাকা ঘোলাটে আকাশ
চাদর হয়ে ঝাপটে ধরে
রুগ্ন কুকুরের পাড়ার মোরে মরন চিৎকার
প্রতিধ্বনি হয়ে ফিরে আসে
কবজার শেষ বল্টুটার সাথে ঝুলে থাকা দুয়ারে।

বিষাক্ত নীলাভ সকাল
হলদেটে সূর্যের তীব্রতা নিয়ে ঝাপিয়ে পরে
আর আমি আমার ক্ষয়ে যাওয়া জীবন কাধে নিয়ে
ধির পায়ে এগিয়ে যাই সমাপ্তির সীমানায়।






মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৮

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: "হলদেটে সূর্যের তীব্রতা নিয়ে ঝাপিয়ে পরে", আমার জানামতে পরে না হয়ে পড়ে হবে।

২১ শে জুন, ২০১৭ দুপুর ২:৫১

রানার ব্লগ বলেছেন: ধ্যনাবাদ !!! টাইপো মিস্টেক ধরিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ২১ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৩

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। আপনাকেও ধন্যবাদ।

২১ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৪

রানার ব্লগ বলেছেন: :) ভালো থাকবেন ।

৩| ২১ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
ভাল লাগল

২১ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি !!! ভালো থাকবেন ।

৪| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দারুন।।।।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!!

৫| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: আপনার এখানে আমি আজকাল কম আসি কেন জানিনা। আগে তো বেশ আসতাম।
তবে আপনাকে চোখে দেখতে পাই না আমি!!

অস্তিত্ব ক্ষয়ে যাওয়ার আগে সীমানা দেয়াল এসে সামনে দাঁড়াক।
আমি আর ক্ষয় হতে চাই না।

ভাল লাগা জানিয়ে গেলাম।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:২০

রানার ব্লগ বলেছেন: আমিও তাই ভাবি, আগে আপনার মূল্যবান মন্তব্য পেতাম, বেশ কিছু দিন ধরে আপনার অনুপুস্থিতি আমাকে ব্যাথিত করেছে আজ আপনার উপস্তিতিতে যার পর নাই আমি খুশি, আসবেন বার বার আসবেন। ধন্যবাদ।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৩

রানার ব্লগ বলেছেন: আমাকে চোখে দেখতে না পাওয়ার কারন যদি জানাতেন বড্ড সুখি হতাম।

৬| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৮

বিজন রয় বলেছেন: কবিতার সাথে ছবিটি দারুন মানিয়েছে।

শুভকামনা রইল।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:২১

রানার ব্লগ বলেছেন: আপনার প্রতিও শুভকামনা থাকল ।

৭| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আর আমি আমার ক্ষয়ে যাওয়া জীবন কাধে নিয়ে
ধির পায়ে এগিয়ে যাই সমাপ্তির সীমানায়।
শেষের দু'লাইনে কবিতার সমাপ্তিটা দারুন হেয়েছে।

২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৮| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিষাক্ত নীলাভ সকাল
হলদেটে সূর্যের তীব্রতা নিয়ে ঝাপিয়ে পরে
আর আমি আমার ক্ষয়ে যাওয়া জীবন কাধে নিয়ে
ধির পায়ে এগিয়ে যাই সমাপ্তির সীমানায়।

চমৎকার কবিতায় একটা লাইক দিয়ে গেলাম। B-)

২১ শে জুন, ২০১৭ রাত ৮:৩২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আপনাদের উৎসাহই আমার পাথেয় !!!

৯| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


"আর আমি আমার ক্ষয়ে যাওয়া জীবন কাধে নিয়ে
ধির পায়ে এগিয়ে যাই সমাপ্তির সীমানায়। "

আর আমি আমার ক্ষয়ে যাওয়া জীবন কাধে নিয়ে
ধীর পায়ে এগিয়ে যাই এক নতুন দিনের ভোরের আশায়!

২১ শে জুন, ২০১৭ রাত ৮:৩৪

রানার ব্লগ বলেছেন: আমিও সঙ্গি হতে চাই !! নতুন ভোর নতুন সকালের প্রত্যাশায় থাকলাম।

১০| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৪

ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লিখেছেন, শেষের দিকটা একটু দুর্বল হয়ে গেছে।

২১ শে জুন, ২০১৭ রাত ১১:২০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! চেষ্টা করবো এই দুর্বলতা কাটিয়ে উঠতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.